বাংলা সিরিয়াল তথা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। একসময় ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের হাত দিয়ে শুরু হয়েছিল অভিনয়ের কেরিয়ার। শুরু থেকেই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন শোলাঙ্কি। এরপর প্রথম কাদম্বিনী, গাঁটছড়া মেগা সিরিয়ালেও দুর্দান্ত অভিনয় করেছেন। ছোটপর্দার বাইরেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী।
টলিউডের ছবিতে কাজের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা মিলেছে শোলাঙ্কির। পর্দার প্রিয় তারকার বাস্তব জীবন সম্পর্কে জানার আগ্রহ থাকে সকলেরই। তবে অনেকেই জানেন না শোলাঙ্কি বিবাহিত ছিলেন। ছিলেন কেন বলছি? কারণ ২০১৮ সালেই স্কুলের বন্ধু শাক্য বসের সাথে বিয়ে করেছিলেন তিনি। এরপর বিদেশেও পাড়ি দেন, কিন্তু কিছু বছর পর সেখান থেকে ফিরে আসেন। যদিও এসবের কিছুই সেভাবে প্রচারে আসেনি। কারণ ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি।

স্বামীর সাথে নিউজিল্যান্ড চলে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফিরে আসার পর থেকেই কমতে থাকে যাতায়াত। এমনকি গুঞ্জন শোনাও গিয়েছিল যে দুজন আর একসাথে থাকছেন না। অবশ্য এই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে এবার আর রাখঢাক রইল না, জল্পনা কাটিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন শোলাঙ্কি রায়।
আরও পড়ুনঃ বাবার বয়সী পুরুষকে বিয়ে! ২৬ বছরের বড় দীপঙ্করের সঙ্গে প্রেম হল কীভাবে? ফাঁস করলেন দোলন
সম্প্রাপ্তি নিবেদিতা অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভোর্সের কথা স্বীকার করেন অভিনেত্রী। তিনি জানান, ২০২৩ সালেই বিচ্ছেদ যে গিয়েছে, তবে এটা আলোচনার বিষয় নয়। এরপর দ্বিতীয় বিয়ের কথা জিজ্ঞাসা করা হলে শোলাঙ্কি জানান, করব না এমন কোন ব্যাপার নয়। জীবন থেকে একটা জিনিস শিখেছি যে বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত। তাছাড়া বিয়েটা শুধু এটার উপর টিকে থাকে না যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। এর বাইরেও একটা সম্পর্ক টিকে থাকতে গেলে দুজনের দৃষ্টিভঙ্গি একইরকম হওয়াটা প্রয়োজন।

এরপর কেরিয়ার কি দাম্পত্যে বাঁধা? প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। যার উত্তরে তিনি জানান, ‘আমার প্রাক্তন স্বামীর মত মানুষ খুঁজে পাওয়া মুসিল। ও সত্যিই একজন অসাধারণ মানুষ, এটা আমি বলার জন্য বলছি না। মন থেকে এটা বিশ্বাস করি ও মানি। অনেকসময় দুজন মানুষ ভালো হলেও তাদের একসাথে থাকার সিদ্ধান্তটা ঠিক হয় না। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। ওই সময় জীবনের চাহিদা আলাদা ছিল। ছোট ছিলাম, খুব ভালোবাসতাম ভেবেছিলাম একসাথে থাকতে পারব’।
আরও পড়ুনঃ পিয়া কিংবা প্রশ্মিতা নন, অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন? এতদিনে ফাঁস হল পরিচয়
প্রসঙ্গত, বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর পড়ার পরেই নতুন গুঞ্জন শুরু হয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়, বিগত কয়েক বছর ধরেই অভিনেতা সোহম মজুমদারের সাথে শোলাঙ্কির প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্চে। যদিও তাঁরা একেঅপরকে ভালো বন্ধু বলেই জানিয়েছেন।














