• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ওই কাটা দাগটাই তো….!’ পর্দার ব্যোমকেশের গালের ক্ষততেই ফিদা, নিজের মুখেই জানালেন ‘সত্যবতী’

Published on:

Sohini Sarkar praise about Byomkesh actor Abir Chatterjee's Scars

বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র (Detective Characters) গুলির মধ্যে অন্যতম হলেন ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi)। তাঁকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ বাঙালি আজ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেতা। তালিকায় যেমন রয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, তেমনি রয়েছে রয়েছে বাংলার যিশু সেনগুপ্ত,অনির্বান চক্রবর্তী কিংবা অতি সম্প্রতিকালের দেব।

কিন্তু সবাইকে ছাপিয়ে এই ব্যোমকেশ চরিত্রে বারবার আলাদা উচ্চতায় পৌঁছে গিয়েছেন সকলের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ব্যোমকেশ চরিত্রে তাই তাঁকে নিয়ে বাঙালির দুর্বলতা প্রকাশ পেয়েছে বারবার। তাই  আজ পর্যন্ত যতজনই ব্যোমকেশ হয়েছেন কেউই কিন্তু আবির চট্টোপাধ্যায়কে ছাপিয়ে যেতে পারেননি। আবিরের টোল পড়া গালে ওই কাটা দাগটাই যেন হয়ে উঠেছে তাঁর ‘অলঙ্কার’।

টলিউড,Tollywood,ব্যোমকেশ,Byomkesh,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,ক্ষত,Scar,সোহিনী সরকার,Sohini Sarkar,সত্যবতী,Satyabati

সুদর্শন এই নায়ক কে দেখলে কে না ক্রাশ খায়? তাই আবিরকে দেখলেই ধুকপুকানি বেড়ে যায় যে কোনো বাঙালি তরুণীদের। যত দিন যাচ্ছে ততই যেন আবিরের গালের এই দাগটাই আরও বেশি করে দাগ কাটছে অভিনেতার ভক্তদের মনে। এমনিতে বাংলায়  পর্দার এই ব্যোমকেশ বক্সীর মহিলা ভক্তদের কমতি নেই। আবির ভক্তদের এই তালিকায় রয়েছেন  অনেক টলিউড অভিনেত্রীও।

আরও পড়ুনঃ আচমকাই ‘কার কাছে কই মনের কথা’ ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী! মাথায় বাজ দর্শকদের

এই তালিকায় রয়েছেন খোদ পর্দার সত্যবতী অর্থাৎ অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সম্প্রতি অভিনেত্রী  বিদীপ্তা চক্রবর্তীর শোতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল ব্যোমকেশ হিসেবে আবির ঠিক কেমন? জবাবে এদিন সোহিনী স্পষ্ট বলেছেন ‘আমার চারপাশে যতজন অভিনেতা রয়েছেন খালি চোখে দেখলে আবিরদা তাঁদের মধ্যে ব্যোমকেশ হিসেবে অন্যতম। তাঁর চেহারা এবং গালে কাটা দাগ এটা ওর প্লাস পয়েন্ট’।

আরও পড়ুনঃ গোয়েন্দা জ্যাসের মনেও আছে কৃষ্ণপ্রেম, জন্মাষ্টমী স্পেশাল ‘জগদ্ধাত্রী’র লুক দেখেই মুগ্ধ নেটপাড়া

টলিউড,Tollywood,ব্যোমকেশ,Byomkesh,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,ক্ষত,Scar,সোহিনী সরকার,Sohini Sarkar,সত্যবতী,Satyabati

সেই সাথে এদিন অভিনেত্রীর সংযোজন ‘অনেক সময় ভিলেনের চরিত্রের জন্য তাদের গালে কাটা দাগ করে দেওয়া হয়। কিন্তু, এই কাটা দাগটাই যেন আবিরদার চরিত্রে আরও বলিষ্ঠতা আনে’। আবির চট্টোপাধ্যায়ের গালের এই দাগ নিয়ে, তাঁর  মহিলা ফ্যানদের বিরাট কৌতূহল। সকলেই জানতে চান তাঁর গালের এই দাগটা কিভাবে তৈরি হয়েছে?

এ প্রসঙ্গে একবারে সাক্ষাৎকারে আবির জানিয়েছিলেন ছোটবেলায় স্কুল থেকে সাইকেল চালিয়ে ফিরছিলেন তিনি। সে সময় আচমকাই তার সাইকেলের সামনে একটি বিড়াল চলে এসেছিল। তাকে বাঁচাতে গিয়ে ব্রেক কষতেই  সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে সাইকেলের হাতল লেগে এই ক্ষত তৈরি হয়েছিল তাঁর গালে। যা এখন অভিনেতার ‘বিউটি স্পট’-এ পরিণত হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥