• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চেটে চেটে খাবো’, ‘দাদাগিরি’র মঞ্চে সোহমের ‘হরলিক্স’ ডায়লগ শুনে হাসি চাপা দায় সৌরভের

Published on:

Soham Chakraborty talks about his Horlicks dialogue from Choto Bou in Dadagiri 10

শিশুশিল্পী হিসেবে টলিউডে পথচলা শুরু হয়েছিল সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। এখন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়কদের মধ্যে একজন। ‘ছোট বউ’ সিনেমার মাস্টার বিট্টু এখন পরিচিত সোহম নামেই। তবে এতগুলো বছর কেটে গেলেও, তাঁর সেই ‘হরলিক্স সংলাপ’ কিন্তু আজও ভুলতে পারেনি সিনেপ্রেমী মানুষরা। ‘মা, মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো’- বলেই ভাগ্য খুলে যায় অভিনেতার।

আজ ইন্ডাস্ট্রিতে (Tollywood) এতগুলো বছর কাটিয়ে ফেললেও অঞ্জন চৌধুরীর ছবির সেই কালজয়ী সংলাপ পিছু ছাড়েনি সোহমের। এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ঘুরেফিরে আসে এই ডায়লগ। অভিনেতারও চোখে পড়ে সেগুলি। এবার ‘দাদাগিরি’তে (Dadagiri) খেলতে এসেও সেই ‘হরলিক্স সংলাপ’ নিয়ে কথা বলতে হলো অভিনেতাকে।

Soham Chakraborty Horlicks dialogue

হাসতে হাসতে সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘হরলিক্স কিন্তু সোহমের পিছু ছাড়ে না’। সেকথা শুনে অভিনেতা বলেন, ‘হ্যাঁ দাদা, সেই প্রথম সিনেমা থেকে এখনও চলছে’। এরপর সোহমের মুখ থেকে ‘ছোট বউ’র সংলাপ শুনতে চান ‘দাদাগিরি’ সঞ্চালক।

আরও পড়ুনঃ ‘দুমড়ে গিয়েও বেঁচে…’, বুকের মধ্যে জমে যন্ত্রনা! অবশেষে নীরবতা ভাঙলেন অনুপম

দাদার কথা রাখতে সেই ছোটবেলার মতো হাত বাড়িয়ে সোহম বলেন, ‘মা, মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো’। সোহম সংলাপ শেষ করার আগেই হাসতে শুরু করে দেন সৌরভ। হাসি চেপে রাখতে পারেননি দেবও। ‘দাদাগিরি’র মঞ্চের এই ভিডিও দেখে অনেকেরই ছোট্ট ‘মাস্টার বিট্টু’র কথা মনে পড়ে গিয়েছে।

Soham Chakraborty and Sourav Ganguly in Dadagiri 10

‘ছোট বউ’র সেই ‘হরলিক্স বয়’ এখন আর ছোট্টটি নেই। দুই সন্তানের বাবা সোহম। তবে এখনও এই ‘হরলিক্স সংলাপ’ তাঁর পিছু ছাড়েনি। একজন যেমন কমেন্ট করেছেন, ‘ছবির নাম ছোট বউ। সেই সময় অনেক কিউট ছিল সোহম’। সোহম নামের এক নেটিজেন আবার লেখেন, ‘হ্যাঁ, ওর বলা এই সংলাপের কারণে লোকে আমাকেও হরলিক্স নিয়ে খোঁটা দেয়’।

আরও পড়ুনঃ বাঁচার ইচ্ছা নেই মেঘের! সুযোগ বুঝে নীলকে ফাঁসিয়ে দিল ময়ূরী, ‘ইচ্ছে পুতুল’ দেখে রাগে ফুঁসছে দর্শকরা


প্রসঙ্গত, বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘প্রধান’। অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর কামব্যাক করছে দেব-সোহম জুটি। এই সিনেমার প্রচারেই সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত হয়েছিল সম্পূর্ণ টিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥