• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোহাগ জল শেষ হতেই নতুন প্রজেক্ট, কামব্যাক নিয়ে মুখ খুললেন ‘বেণী বৌদি’র দেওর হানি বাফানা

Published on:

Sohag Jol serial Subhra actor Honey Bafna opens up about his new serial

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম অভিনেতা হলেন হানি বাফনা (Honey Bafna)। কিছুদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে হানি অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol)। এই ধারাবাহিকে শুভ্র (Subhro) চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।  ধারাবাহিককে তাঁর বিপরীতে জুঁইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

নতুন সিরিয়ালের আগমনে আর কম টিআরপির অভাবে মাঝ পথেই বন্ধ হয়ে যায় জুঁই-শুভ্রর মিষ্টি প্রেমের গল্প। তবে সোহাগ জল শেষ হওয়ার পরেই এই সিরিয়ালের নায়িকার জুঁই এখনই ছোট পর্দায় না ফিরলেও আগামী দিনে তিনি ডেবিউ করতে চলেছেন ওয়েব সিরিজের জগতে। অন্যদিকে টেলিপাড়া সূত্রের খবর হানি এবার কামব্যাক করছেন সান বাংলার আসন্ন একটি নতুন সিরিয়ালে।

Sohag Jol, Sohag Jol ending

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই নায়ক নায়িকাদের নতুন সিরিয়ালে অভিনয় করার খবর চোখে পড়ে। কিন্তু সব সময় যা রটে তা ঘটে না।  এই যেমন কিছুদিন আগেই শোনা গিয়েছিল সিদ্ধার্থ অভিনেতা অভিনেতা আদৃত রায় নাকি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন মন ফাগুন সিরিয়ালের নায়িকা অর্থাৎ পিহু অভিনেত্রী সৃজলা গুহর  সাথে।

যদিও এই ভুয়ো খবর নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়ে গোটা বিষয়টি আগেই নাকচ করে দিয়েছিলেন সৃজলা।তারপরেই সকলের ফোন এবং ম্যাসেজে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন সিরিয়ালে কামব্যাক করার দাবিটাই উড়িয়ে দিয়েছিলেন আদৃত।

আরও পড়ুনঃ শীঘ্রই ফিরছে ‘মৌঝর’ জুটি! শুটিংয়ের ছবি শেয়ার করে সুখবর দিল ‘ডোডো দা’, খুশি দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,সোহাগ জল,Sohag Jol,শুভ্র,Subhro,হানি বাফানা,নতুন সিরিয়াল,New Serial,জল্পনা,Rumour,সান বাংলা,Sun Bangla,প্রতিক্রিয়া,Reaction,Honey Bafna

আরও পড়ুনঃ লাবণ্য থেকে ঝিলমিল, শাড়ি ছেড়ে বোল্ড লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন সিরিয়ালের এই ৭ শ্বাশুড়ি

তবে কি এবার হানি বাফনার সাথেও একই ঘটনা ঘটতে চলেছে? তাই সত্যিটা যাচাই করতে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেতার সাথে। এ প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন ‘আমি বুঝতে পারছি না, এখানে ভালো না লাগার মত কি আছে?এমন কথা অনেক রটে’।

তবে নতুন কাজ নিয়ে পুরোপুরি খোলসা না করলেও খানিকটা ধোঁয়াশা রেখেই এ দিন অভিনেতা বলেন ‘নতুন কাজ নিয়ে আমি এখনই কিছু খোলসা করতে পারবো না। কোনও কিছু চূড়ান্ত হয়নি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥