• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাবণ্য থেকে ঝিলমিল, শাড়ি ছেড়ে বোল্ড লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন সিরিয়ালের এই ৭ শ্বাশুড়ি

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতে চরিত্রের প্রয়োজনে অনেক অভিনেতা অভিনেত্রীরাই বিভিন্ন ধরনের সাজ পোশাক করে থাকেনা। যা দেখে বাস্তব জীবনে তাদের কেমন দেখতে বা কি ধরনের পোশাক আশাক তাঁরা পরেন তা বোঝা সত্যিই মুশকিল। বিশেষ করে বাংলা সিরিয়ালে এখন যে সমস্ত অভিনেত্রীরা শ্বাশুড়ির (Mother In Law) চরিত্রে অভিনয় করছেন সিরিয়ালে চরিত্রের প্রয়োজনে অনেক সময় তাঁদের বয়স্ক সাজতে হয়।

তাই সারাক্ষণ তাঁদের শাড়ি এবং ভারী গয়নাকাটি পরে থাকতে দেখেই অভ্যস্ত দর্শক। কিন্তু বাস্তবে তাঁরা একেবারেই তেমন নন। বরং বাংলা সিরিয়ালের এই শ্বাশুড়িরাই নিজেদের হটনেসে দশ গোল দিতে পারবেন জনপ্রিয় টলিউড অভিনেত্রীদেরও। আজকের প্রতিবেদনে থাকল বাংলা সিরিয়ালের এমনই সাতজন সুপার হট (Super Hot) শ্বাশুড়িদের তালিকা।

ঝিলমিল (Jhilmil):  বাংলা সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় এবং ইয়ং শ্বাশুড়ি হলেন জি বাংলার ‘খোলা হাওয়া’ সিরিয়ালের ঝিলমিল। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের সুপারহট নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

লাবণ্য সেনগুপ্ত (Laabonyo Sengupta): এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল একটাই। তা হল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকে নায়িকা দীপার ‘মায়ের মতোই ভালো’ শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। ধারাবাহিকের এই চরিত্রের খোলস ছেড়ে বেরোলেই বাস্তব জীবনে রূপাঞ্জনা কিন্তু দারুন হট।

আরও পড়ুনঃ ননদিনি রায়বাঘিনী! রইল বাংলা সিরিয়ালের কয়েক জন কুচুটে ননদের তালিকা

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

তিতিরের শ্বাশুড়ি (Titir’s Mother in Law): জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মন দিতে চাই’। এই ধারাবাহিকে নায়িকা তিতিরের সৎ শ্বাশুড়ি মালিনী ব্যানার্জীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। বাংলা সিরিয়ালের এই মডার্ন শ্বাশুড়ি সিরিয়ালে সারাক্ষণ শাড়ি গয়নায় সাজলেও বাস্তব জীবনে তিনি কিন্তু ওয়েস্টার্ন পোশাকেও দারুন কম্ফোর্টেবল।

আরও পড়ুনঃ কূটকাচালি-পরকীয়াহীন, বাংলা সাহিত্য নিয়ে তৈরী এই ৬ সিরিয়াল আজও দর্শকদের কাছে সেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

ইন্দিরার শ্বাশুড়ি (Indira’s Mother in Law): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত দর্শকদের পছন্দের একটি সিরিয়াল হল বাংলা মিডিয়াম। এই ধারাবাহিকে নায়িকা ইন্দিরার সৎ শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা মুখার্জী। বাস্তব জীবনে পর্দার এই শ্বাশুড়িমাও কিন্তু দারুন স্টাইলিশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

চনুর মা (Chanu’s Mother): জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘নীম ফুলের মধু’। এই ধারাবাহিকে নায়িকা পর্ণার জেঠি শ্বাশুড়ি অর্থাৎ ছোঁয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ললিতা দত্ত। পর্দায় সারাক্ষণ শাড়ি পরে গৃহবধূ সেজে থাকলেও বাস্তব জীবনে এই অভিনেত্রী কিন্তু সুপারহট।  সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যাবে বিভিন্ন ওয়েস্টার্ন পোশাকে তাঁর এক গুচ্ছ ছবি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

ঋদ্ধির মা (Ridhi’s Mother): স্টার জলসার এককালের বেঙ্গল টপার সিরিয়াল ছিল গাঁটছড়া। এই ধারাবাহিকে নায়ক ঋদ্ধির মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী জুন মালিয়া। এই অভিনেত্রীর কাছে বয়স আজও একটি সংখ্যা। এই বয়সেও ওয়েস্টার্ন পোশাক থেকে শাড়ি সবেতেই দারুন মানিয়ে যান এই এভারগ্রিন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

রাহুলের মা (Rahul’s Mother): এই একই সিরিয়ালে আর এক নায়ক রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী।বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,শ্বাশুড়ি মা,Mother In Law,সুপারহট,Super Hot,ঝিলমিল,Jhilmil,লাবণ্য সেনগুপ্ত,Laabonyo Sengupta,তিতিরের শ্বাশুড়ি,Titir's Mother in Law,ইন্দিরার শ্বাশুড়ি,Indira's Mother in Law,চনুর মা,Chanu's Mother,ঋদ্ধির মা,Ridhi's Mother,রাহুলের মা,Rahul's Mother

সিরিয়ালে শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে আজও তিনি যেন ‘স্যুট সিক্সটিন।’ শাড়ির পাশাপাশি বোল্ড লুকেও রীতিমতো ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥