• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রেট কত?’ ধুন্ধুমার কাণ্ড ভাইরাল পাইস হোটেলে, ইউটিউবারকে ধুয়ে দিল ‘স্মার্ট দিদি’ নন্দিনী

Published on:

Smart Didi Nandini’s phone number went viral

নন্দিনী দিদির (Nandini Didi) পাইস হোটেলে প্রায় রোজই কিছু না কিছু হয়। ডালহৌসির অফিস পাড়ার এই ভাতের হোটেলে নিত্যদিনই ইউটিউবার, ভ্লগাররা ভিড় করেন। সম্প্রতি এমনই একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় ‘স্মার্ট দিদি’র নম্বর। এরপর থেকে নানান নোংরা কথা শুনতে হচ্ছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ফেমাস হয়েছেন নন্দিনী। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly) হলেও বেশিরভাগ মানুষ তাঁকে ‘নন্দিনী দিদি’ কিংবা ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নামেই চেনেন। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে তাঁর নানান ভিডিও। সম্প্রতি যেমন এমনই একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায় (Social Media)

Smart didi Nandini Ganguly's pice hotel may close soon

ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, প্রচণ্ড রেগে আছেন নন্দিনী। তিনি বলেন, দু’জন ভ্লগারের বানানো একটি ভিডিওর মাধ্যমে সর্বত্র তাঁর নম্বর ছড়িয়ে পড়েছে। যে কারণে রোজ নানান রকম নোংরা নোংরা কথা শুনতে হচ্ছে তাঁকে। এসব বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।

আরও পড়ুনঃ সামনেই বিয়ে? আইবুড়োভাত খাচ্ছেন ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটপাড়া

স্মার্ট দিদিকে বলতে শোনা যায়, ভিডিও ভাইরাল করে তোরা হয়তো নাম করতে পারবি, টাকা পয়সা আয় করবি। কিন্তু এটার জন্য আমার ওপর দিয়ে যে কী যাচ্ছে সেটা কি তোরা জানিস? নম্বর ভাইরাল হওয়ার পর বিতর্কের পরিবেশ তৈরি হয় নন্দিনীর পাইস হোটেলে। সদাহাস্যময় বলে পরিচিত স্মার্ট দিদির মন-মেজাজ এদিন বেশ খারাপই ছিল।

Smart Didi Nandini phone number went viral

ভাইরাল হওয়া ভিডিওটিতে এরপর নন্দিনীকে বলতে শোনা যায়, তোরা তোদের মতো থাক। আর আমাকে আমার মতো প্লিজ থাকতে দে। সম্পূর্ণ ঘটনার জেরে তিনি যে বেশ ভেঙে পড়েছেন তা তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ উচ্ছেবাবু অতীত, দেবকে দেখলে ‘পরাণ যায় জ্বলিয়া’ সৌমিতৃষার! ‘দিদি নম্বর ১’এ বেফাঁস সৌমিতৃষা

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার হাত ধরে জনপ্রিয়তা লাভের পর শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছেন স্মার্ট দিদি। ‘তিন সত্যি’ ছবির হাত ধরে অভিনয় কেরিয়ার শুরু করতে চলেছেন তিনি। ডেবিউ ছবিতে স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নন্দিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥