• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু অতীত, দেবকে দেখলে ‘পরাণ যায় জ্বলিয়া’ সৌমিতৃষার! ‘দিদি নম্বর ১’এ বেফাঁস সৌমিতৃষা

Published on:

Soumitrisha Kundu and Dev funny moment in Didi No 1 during Pradhan promotion

ছোটপর্দার মিঠাইরানী এখন ‘প্রধান’র রুমি। টলি সুপারস্টার দেবের হাত ধরে সিনেদুনিয়ায় পা রাখলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ২২ ডিসেম্বর তথা আজ প্রেক্ষাগৃহে রিলিজ করলো ‘প্রধান’। সেই উপলক্ষ্যে এদিন ‘দিদি নম্বর ১’র (Didi No 1) মঞ্চে ছবির প্রচার করতে আসছে সম্পূর্ণ টিম।

রচনা বন্দ্যোপাধ্যায়ের শো-য়ে এসে প্রাণ খুলে মজা করতে দেখা যাবে দেব (Dev), সৌমিতৃষাদের। সঙ্গে থাকবেন মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তীরা। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘প্রধান’ (Pradhan) স্পেশ্যাল এই পর্বের প্রোমো শেয়ার করা হয়। সেখানে দেখা গেল ‘প্রধান’ টিমের সদস্যদের খুনসুটির নানান ঝলক।

প্রধান ছবির প্রচারে দিদি নং ১ এ দেব ও সৌমিতৃষা : Dev Soumitrisha Kundu in Didi No 1

হেডফোন রাউন্ডে যেমন রচনা ব্যানার্জী (Rachana Banerjee) সৌমিতৃষাকে জিজ্ঞেস করেন, দীপক প্রধানকে দেখলে মনের মধ্যে কী হয়? উত্তরে অভিনেত্রী চেঁচিয়ে গেয়ে ওঠেন, ‘পরাণ যায় জ্বলিয়া রে…’। সহ-অভিনেত্রীর জবাব শুনে হাসতে শুরু করে দেব। সৌমিতৃষার কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি সঞ্চালিকা রচনাও।

আরও পড়ুনঃ অর্জুনকে নিয়ে নোংরা বদনাম, সূর্যকে উচিত শিক্ষা দিল দীপা! রণংদেহি মূর্তি দেখে সাবাশ বলছে দর্শকেরা

পর্দার দীপক-রুমি তথা দেব-সৌমিতৃষা ছাড়া এদিন ‘দিদি নম্বর ১’এ খেলতে এসেছিলেন মমতা শঙ্কর, অনন্যা বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বড়দিনের আবহে রচনার সঙ্গে কেক কাটতে দেখা যায় তাঁদের। ‘প্রধান’ স্পেশ্যাল এই পর্ব আজ টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

দিদি নং ১ এর মঞ্চে প্রধান ছবির টিম  সহ দেব ও সৌমিতৃষা : Pradhan team in Didi No 1

প্রসঙ্গত, সৌমিতৃষার ডেবিউ ছবি ‘প্রধান’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এই সিনেমায় দেবকে একজন সৎ, নিষ্ঠাবান পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। ধর্মপুর নামের একটি গ্রামের চিত্র ফুটে উঠবে ছবিতে। ‘প্রধান’এ দীপক প্রধানের (দেব) স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা।

আরও পড়ুনঃ ল্যাপটপেই হবে পর্দাফাঁস, বাবুউউর মায়ের মাথায় বাজ! ফাঁস পর্ণার ইশাকে ধরার ধামাকা পর্ব

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘মিঠাই’য়ের সকল স্টারডম পিছনে ফেলে ‘প্রধান’র রুমি হয়ে উঠেছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তীর মতো তারকাদের। এছাড়া এই ছবিতে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কৌশিকী অভিনেত্রী রূপসা চক্রবর্তীকেও দেখতে পাবেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥