• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার বর পেটাবে…’, মাচা শোতে গিয়ে কী করলেন স্মার্ট নন্দিনী দিদি? ফাঁস হতেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ নন্দিনী দিদিকে (Nandini Didi) চেনেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায়। ডালহৌসির অফিস পাড়ায় পাইস হোটেল চালানো নন্দিনী এখন ইন্টারনেট সেনসেশন। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই তাঁর নানান ভিডিও চোখে পড়ে। সম্প্রতি যেমন ‘স্মার্ট দিদি’র মাচা শোয়ের একটি ভিডিও আলোড়ন (Viral) সৃষ্টি করেছে সমাজমাধ্যমে।

কয়েক মাস আগেই নিজের মনের মানুষের পরিচয় ফাঁস করেছিলেন নন্দিনী দিদি। জানিয়েছিলেন খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়ার প্ল্যানিং আছে তাঁদের। ইতিমধ্যেই আইনি বিয়েটা সেরে ফেলেছেন নন্দিনী এবং তাঁর প্রেমিক রুদ্র দাস (Rudra Das)। সোশ্যাল মিডিয়াতেও এখন হবু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও শেয়ার করতে দেখা যায় তাঁকে। এবার ভরা মঞ্চে তাঁকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন ‘স্মার্ট দিদি’ (Smart Didi)!

   

Viral Nandini Didi shares her new hotel will open in November

আসলে নন্দিনী দিদির জনপ্রিয়তা এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় (Social Media) সীমাবদ্ধ নেই। শীঘ্রই টলিউডে পা রাখতে চলেছেন তিনি। পাশাপাশি চুটিয়ে মাচা শো-ও করতে দেখা যায় তাঁকে । সম্প্রতি যেমন বিষ্ণুপুরের রামসাগর অঞ্চলে একটি শো করতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ হাতছাড়া চতুর্থ প্রেমিকও! শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকায় মজলেন অভিরূপ, দেখুন ছবি

চেনা জিন্স-টি-শার্ট ছেড়ে স্যুট-প্যান্ট পরে বিষ্ণুপুরে হাজির হয়েছিলেন নন্দিনী দিদি। তাঁকে দেখে দর্শকাসন থেকে অনেকে অনুরোধ করেন, ‘দিদি, আই লাভ ইউ বলো’। সেকথা শোনামাত্রই জিভ কেটে ‘স্মার্ট দিদি’ বলেন, ‘আই লাভ ইউ বললে আমার বর তো আমায় পেটাবে। আর আমায় ঘরে ঢুকতে দেবে না… সর্বনাশ এমন করো না’।

Nandini didi, Nandini Didi boyfriend, Nandini Didi marriage

এরপর অবশ্য পরিস্থিতি সামাল দিয়ে ‘স্মার্ট দিদি’ সকলকে ‘ভালোবাসি’ বলেন। নন্দিনীর কথায়, ‘হ্যাঁ, ভাই তোমাদের আর আমার বোনেদের আমি অনেক ভালোবাসি। আমি আজ যা হতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসার জন্য’।

আরও পড়ুনঃ পিঙ্কি নয়, ছোটপর্দার এই অভিনেত্রীই ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, রইল ছবি সহ আসল পরিচয়


প্রসঙ্গত, নন্দিনী দিদির হবু স্বামী রুদ্রও হোটেলের ব্যবসার সঙ্গে জড়িত। তবে খাওয়ার নয়, সিমলায় তাঁর থাকার হোটেল রয়েছে। বহু বছর সম্পর্কে থাকার পর সম্প্রতি আইনি বিয়ে সেরেছেন দু’জনে। আপাতত শ্বশুরবাড়ি, বাপের বাড়ি আর হোটেল- এসব সামলেই সময় কেটে যাচ্ছে ভাইরাল নন্দিনী দিদির।