• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদাম অতীত! পুজোর আগেই দুই পুচকের ‘ও বউ ও বউ’ ভাইরাল হতেই তিতিবিরক্ত নেটপাড়া

Published on:

O Bou O Bou,O Bou O Bou song,Bangladeshi song,Song,Social media,Music,Video,Viral video,Viral,Viral news,ও বউ ও বউ,ও বউ ও বউ গান,বাংলাদেশি গান,গান,সোশ্যাল মিডিয়া,সঙ্গীত,ভাইরাল,ভিডিও,ভাইরাল ভিডিও,ভাইরাল সংবাদ

সোশ্যাল মিডিয়ার (Social Media) এই যুগে রোজই কিছু না কিছু ভাইরাল (Viral) হতে দেখা যায়। কখনও নেটপাড়ায় ঝড় তোলে কোনও ছবি, কখনও আবার আলোড়ন সৃষ্টি করে কোনও ভিডিও (Video)। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাগ্য বদলেছে এমন প্রচুর মানুষ আছেন। সম্প্রতি যেমন বাংলাদেশের দুই খুদের গলায় ‘ও বউ ও বউ’ গান (O Bou O Bou Song) ব্যাপক ভাইরাল হয়েছে।

রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর, সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি তারকা হয়েছেন অনেকে। সুপ্ত প্রতিভা সামনে আনার জন্য এমন ভালো মাধ্যম খুব কমই রয়েছে। কিন্তু ভাইরাল হওয়া সব ভিডিওই যে খুব ভালো হয় এমনটা কিন্তু নয়। এমনও প্রচুর ভিডিও থাকে যা দেখে কটাক্ষের ঝড় ওঠে নেটপাড়ায়।

O Bou O Bou song

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়ায় ‘ও বউ ও বউ’ গানটি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। গানের কিছু ভাষা প্রায় পুরোই অর্থহীন। সেখান থেকেও যেটুকু বোধগম্য হয়েছে, তাতে বেশ বোঝা যাচ্ছে, গানটি বাচ্চাদের জন্য নয়। কিন্তু তা সত্ত্বেও দুই খুদেই এই গানটি গাইছে।

আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

O Bou O Bou song

আরও পড়ুনঃ ঘটে বুদ্ধি থাকলে তবেই মিলবে উত্তর! ছবির ৩ মহিলার মধ্যে লোকটির আসল স্ত্রী কে বলতে পারবেন?

গানটির নাম হল, ‘ও বউ ও বউ কনে গেছো’। দুই খুদে যেভাবে গানটি গেয়েছে তা দেখে হাসির রোল উঠেছে নেটমাধ্যমে। অনেকে আবার কটাক্ষও করেছে দুই পুঁচকে শিল্পীকে। কেউ লিখেছেন, এই দুই খুদে আসলে হিরো আলমের সন্তান। কারোর আবার মত, তিনি বাংলাদেশি (Bangladesh) হিসেবে লজ্জিত বোধ করছেন। তবে একথা ঠিক, ট্রোল হলেও গানটি না শুনে কিন্তু কেউ স্ক্রল করছেন না।

অতীতে বহুবার দেখা গিয়েছে, বেসুরো, বিশ্রীভাবে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু মানুষ। অর্থহীন সেসব গানই নেটিজেনদের তামাশার বিষয় হয়ে উঠেছে। নেটিজেনদের একাংশের মতে, ভাইরাল হওয়ার লোভে এখন অনেকেই নিম্ন মানের ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। আর তা থেকেই ঘুরে যায় ভাগ্যের চাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥