• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালের কালিদাস! বিয়ের মন্ডপেই ফাঁস হবে রূপ-ময়ূরীর কেচ্ছা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Iccheputul serial Rup's truth reveal soon

এইমুহূর্তে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)।  এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে টানটান উত্তেজনা। বর্তমানে এই ধারাবাহিকে চলছে নীলের বোন গিনির বিয়ের পর্ব। গত পর্বেই দেখা গিয়েছে গাঙ্গুলী বাড়ি থেকে ঠাম্মিসহ সকলে মিলেই হাজির হয়েছিল মেঘের (Megh) বাড়িতে। বাকি সবাই তেমন আগ্রহ না দেখালেও ঠাম্মি বারবার করে মেঘের হাত ধরে বলে এসেছিল সে যেন অবশ্যই গিনির (Gini) বিয়েতে যায়।

যদিও মেঘ সেদিন ঠাম্মিকে জানিয়ে দিয়েছিল ওই বাড়িতে গেলে তাকে আবার অপমানিত হতে হবে। তাই ওই বাড়িতে যাওয়ার তার কোন ইচ্ছা নেই। কিন্তু ঠাম্মি এত করে বলায় অনেক ভেবে চিন্তে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলাবে মেঘ। আজকের পর্বেই দেখা যাবে বাবা-মায়ের সাথে গাঙ্গুলী বাড়িতে যাবে মেঘ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,ময়ূরী,Mayuri,রূপ,Rup,গিনি,Gini,বিয়ে,Marriage,মদ্যপ,Drunk,সত্যি ফাঁস,Truth Reveal

ময়ূরী যদিও (Mayuri) আগে আগে আগেই গিনির বিয়েতে চলে গেলেও পরে বাবা-মায়ের সাথেই শুধুমাত্র ঠাম্মির মুখের দিকে তাকিয়েই  নিমন্ত্রণ রক্ষা করতে নীলের বাড়ি যাবে মেঘ। অন্যদিকে মুখে যতই মেঘকে ঘেন্না করার কথা বলুক না কেন এদিন দেখা যাবে  মেঘের পথ চেয়েই দাঁড়িয়ে থাকবে নীল (Neel)। যদিও নীলের হাবভাব দেখে ময়ূরী ভালোই বুঝতে পেরেছে নীল এখনও মেঘের জন্যই অপেক্ষা করছে।

আরও পড়ুনঃ ‘আমায় নিতে বড় বাজেট লাগে’! স্টার জলসার নতুন সিরিয়ালে কত পারিশ্রমিক নিচ্ছেন অপরাজিতা?

এদিন মেঘকে দেখে চোখ ফেরাতে পারছিল না নীল। তবে এসবের মধ্যেই সবচেয়ে বড় চমক হল রূপের পর্দা ফাঁস। বর্তমান ট্র্যাক অনুযায়ী মনে হচ্ছে এবার নিজের গর্ত  নিজেই খুঁড়বে রূপ। গলা ভর্তি মদ্যপান করে বিয়ে করতে এসেছে গাঙ্গুলী বাড়ি নতুন জামাই রূপ। আর তাকে সাদরে বরণ করছেন শাশুড়ি মা।

আরও পড়ুনঃ বাচ্চাদের পুলে ঝাঁপ মেরে পা ভাঙতেই ‘বুড়ি খুঁকি’র খোঁটা, রইল ‘জল থই থই ভালোবাসা’র টাটকা প্রোমো

https://youtu.be/wQrLK2-s10k?si=NnNwfcb3gUc8__zZ

 

অন্যদিকে সুযোগ পেয়েই হবু শালী মিনির সাথে মাঝেমধ্যেই ইয়ার্কির ছলেই অসভ্যতামিও করে যাচ্ছে রূপ। যাতে দারুন অস্বস্তিতে পড়েছে মিনি। কিন্তু তখন মনে মনে মিনিও ভাবতে শুরু করে মেঘ কি তাহলে ঠিক বলছিল? এখন দেখার আগামী পর্বে কিভাবে রূপের পর্দা ফাঁস হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥