• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিমেই লুকিয়ে রয়েছে গোল্ডেন গ্লো! এভাবে বাড়িতে বানানো নিম তেল মেখেই হয়ে যাবেন পরম সুন্দরী

How to make and use Neem Oil for Spotless Glowing Skin: দাগহীন-জেল্লাদার ত্বক (Spotless Glowing Skin) পেতে গেলে বিশেষ যত্ন (Skin Care Tips) নেওয়া ভীষণ জরুরি। সেই জন্য অনেকেই বাজারের স্কিন কেয়ার প্রোডাক্ট ছেড়ে আস্থা রাখেন ঘরোয়া রূপচর্চার ওপর। বিশেষত ত্বকের নানান দাগছোপ (Clear Skin) দূর করে ত্বকের জেল্লা (Glowing Skin) ফেরাতে অনেকেই ব্যবহার করেন নিম তেল (Neem Oil)। আপনিও যদি নিজের স্কিন কেয়ার রুটিনে এই তেল যোগ করেন তাহলে আপনিও হাতেনাতে রেজাল্ট দেখতে পাবেন।

নিম তেল ত্বকের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে। এটি যেমন মুখ থেকে বয়সের ছাপ দূর করে, তেমনই ত্বকের পুরনো জেল্লাও ফেরায়। এখন প্রশ্ন হল, কীভাবে ব্যবহার করা উচিত এই নিম তেল? আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই তুলে ধরা হল। চলুন এক ঝলকে তা দেখে নেওয়া যাক।

   

Skin care tips, Neem oil to get healthy and glowing skin

নিম গাছ আমাদের অনেকের বাড়িতেই থাকে। এই গাছের পাতা থেকে শুরু করে ডাল- প্রায় সবকিছুই প্রচণ্ড উপকারী। এই নিমের বীজ থেকেই তৈরি করা হয় নিম তেল।  ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য নানান উপাদানে সমৃদ্ধ এই তেল স্কিন ক্রিম থেকে শুরু করে হেয়ার প্রোডাক্ট হয়ে বডি লোশন- সবকিছুতে মিশিয়ে ব্যবহার করা যায়।

হেলথলাইন জানাচ্ছে, নিম তেল ত্বকের নানান সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী। শুষ্ক ত্বকের সমস্যা মেটানো, বলিরেখা দূর করা, অ্যাকনে সারানোয় কাজে আসে এই তেল। চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে এই তেল ব্যবহার করতে হয়।

আরও পড়ুনঃ ৭ দিনেই মিলবে নিদাগ চেহারা! ২০ টাকায় বানিয়ে ফেলুন দাগছোপ দূর করার ফেসপ্যাক

Skin care tips, Neem oil to get healthy and glowing skin

হেলথলাইন বলছে, প্রথমে পরিমাণ মতো নিম তেল একটি তুলোর বলে ভিজিয়ে নিন। এরপর সেটি ড্যাব করুন। ২০ মিনিট মতো রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া চাইলে কেরিয়ার অয়েলে নিম তেল মিশিয়েও আপনি ব্যবহার করতে পারেন। নারকেল তেল, গ্রেপসিড ওয়েল বা জোজোবা তেলে নিম তেল মিশিয়ে মুখে লাগিয়ে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে কোয়েল ফোঁটা ল্যাভেন্ডার তেলও মেশাতে পারেন।

আরও পড়ুনঃ এক সপ্তাহে বুড়ি থেকে ছুড়ি! ঘরোয়া এই হেয়ার স্প্রে ব্যবহার করলে পাকা চুল কালো হবে ৭ দিনে

Skin care tips, Neem oil to get healthy and glowing skin

মুখে নিম তেল ব্যবহার করার আগে অবশ্যই ত্বকে প্যাচ টেস্ট করে নেবেন। সেক্ষেত্রে হাতে অল্প পরিমাণে এই তেল লাগিয়ে নেবেন। সেই স্থানে যদি ২৪ ঘণ্টার মধ্যে  কোনও সমস্যা না দেখা দেয় তাহলে আপনি মুখেও এই তেল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার ত্বক যদি সংবেদনশীল হয় কিংবা আপনার যদি কোনও চিকিৎসা চলে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই তেল লাগাবেন।

site