• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক সপ্তাহে বুড়ি থেকে ছুড়ি! ঘরোয়া এই হেয়ার স্প্রে ব্যবহার করলে পাকা চুল কালো হবে ৭ দিনে

Published on:

Hair,Hair care,Hair care tips,Grey hair,Homemade hair spray,Hair spray,Lifestyle,Lifestyle news,Beauty tips,চুল,চুলের যত্ন,চুলের যত্নের টিপস,হেয়ার কেয়ার,হেয়ার কেয়ার টিপস,ঘরোয়া হেয়ার স্প্রে,হেয়ার স্প্রে,বিউটি টিপস,লাইফস্টাইল,লাইফস্টাইল সংবাদ,Homemade hair spray for grey hair,পাকা চুলের জন্য ঘরোয়া হেয়ার স্প্রে,Hair care grey hair,পাকা চুল কালো করার উপায়,পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

সদাব্যস্ত এই জীবনে চুলের যথাযথ যত্ন (Hair Care) আমরা অনেকেই নিতে পারি না। সেই কারণে খুশকি থেকে শুরু করে অকালে চুল (Grey Hair) পেকে যাওয়া সহ একাধিক সমস্যার সম্মুখীন হই আমরা। এখন যেমন অনেককেই কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায়। তাই আজকের প্রতিবেদনে এমন একটি ঘরোয়া হেয়ার স্প্রে’র (Homemade Hair Spray) হদিশ দেওয়া হল যা মাখলে এক সপ্তাহের মধ্যে সাদা চুল কালো হয়ে যায়!

কথায় বলে, বয়স বাড়লে তাহলেই চুলে পাক ধরে। আর চুলে যদি পাক ধরে তাহলে নাকি অভিজ্ঞতা বাড়ে। তবে সত্যি কথা বলতে, বেশিরভাগ মানুষই কিন্তু পাকা চুল পছন্দ করেন না। সেই জন্য বাজারে বিক্রি হওয়া নানান ধরণের হেয়ার কালার দিয়ে চুল আবার কালো করে নেন। তবে ভুলটা হয় এখানেই। কারণ চুলে যত বেশি কেমিক্যাল ব্যবহার করা হয়, চুলের তত বেশি ক্ষতি হয়।

Grey hair problem, Girl with grey hair problem, Grey hair home remedies

একবার যদি চুলে কলপ করা হয় তাহলে কালো চুলও দ্রুত সাদা হতে শুরু করে। সেই জন্য নিয়মিত হেয়ার কালার করা ছাড়া আর কোনও পথ খোলা থাকে না। যদিও চুলে পাক ধরার আরও নানান কারণ থাকতে পারে। যার মধ্যে অন্যতম হল খাদ্যাভ্যাস। বেশি তেল, মশলা দেওয়া খাবার খেলে পাকা চুল হয়। আবার লিভারের সমস্যা থাকলেও চুলে পাক ধরে। এছাড়া ধূমপান, মদ্যপান তো রয়েছেই।

কারণ যেটাই হোক না কেন, আজ আমরা সমাধান কিন্তু নিয়ে এসেছি। আজকের প্রতিবেদনে এমন একটি ঘরোয়া স্প্রে বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা পাকা চুল কালো করতে ম্যাজিকের মতো কাজ করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে সেই স্প্রে।

Grey hair problem, Girl with grey hair problem, Grey hair home remedies

প্রথমে একটি পাত্রে এক গ্লাস জল নিয়ে তা ফুটিয়ে নিন। এরপর এর মধ্যে ১ চামচ মেথি, কারিপাতা, ১ চামচ দানা চান, ১ চামচ কালোজিরে এবং ১ চামচ কফি পাউডার মিশিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন। এরপর জল ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গিয়েছে আপনার হেয়ার স্প্রে।

Homemade hair spray for grey hair problem

সপ্তাহে ২ দিন এই স্প্রে চুলে ভালো করে স্প্রে করুন। এরপর ২ ঘণ্টা ভালো করে চুল বেঁধে রাখুন। এই ঘরোয়া হেয়ার স্প্রে যদি মেনে চলেন তাহলে ৭ দিনের মধ্যে সব পাকা চুল আবার কালো হয়ে যাবে। সেই সঙ্গেই চুলের ঘনত্বও কিন্তু বাড়বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥