• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Nirmala Mishra : সংগীতের মহাকাশের নক্ষত্রপতন, প্রয়াত ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ গায়িকা নির্মলা মিশ্র

সংগীতের জগতে বিষন্নতার সুর, প্রয়াত গায়িকা নির্মলা মিশ্র (Nirmala Mishra)। গতকাল অর্থাৎ শনিবার রাত্রেই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন গায়িকা। এরপরেই মৃত্যু জনপ্রিয় গায়িকার। রাত্রি ১২টা বেজে ৫ মিনিটে নিজের দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়িকার প্রয়াণে বিষন্নতার সুর নেমে এসেছে, মন খারাপ লক্ষ লক্ষ শ্রোতা ও অনুগামীদের।

যেমনটা জানা যাচ্ছ দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থায় ভুখসিলেন গায়িকা। বিগত কয়েক বছরে একাধিক বার তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। একাধিকবার হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন। তবে গত ৩-৪ দিন আগে অসুস্থতার মাত্রা আবারও বেড়ে যায়। বৃহস্পতিবারে হটাৎ করেই ব্লাড প্রেসার কমে যায়। তবে এবারে আর হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। গতকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই শুরু হয় শ্বাসকষ্ট, এরপর রাতেই ইহজগতের ময় ত্যাগ করে সুরের জগতে পাড়ি দেন নির্মলা মিশ্র।

   

Nirmala Mishra Passed Away

গায়িকার গাওয়া ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখি রে’ ইত্যাদি গান আজ বাঙালি শ্রোতাদের মনে আবারও ভিড় জমিয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনুগামীরা।

যেমনটা জানা যাচ্ছে, আজ বেলা ১০টা নাগাদ প্রথমে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে গায়িকার মৃত দেহ। এরপর ১১টায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে শ্রদ্ধা জানানো হবে। এরপর রাজ্য সংগীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানেই গায়িকার শেষকৃত্য সম্পন্ন হবে।