• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুমি খুব ভালো মেয়ে বৌমা! ছেলেদের বিরুদ্ধে গিয়েই কি শিমুলকে আপন করে নেবে মধুবালা?

Published on:

Shimul's mother in law Madhubala praise her in Kar Kache Koi Moner Kotha

জি বাংলা (Zee Bangla) অন্যতম চর্চিত সিরিয়াল হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।  বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যে ধরনের বধূ নির্যাতনের শিকার হয় এই সিরিয়ালে শিমুল (Shimul) চরিত্রের মধ্যে দিয়ে তা পর্দায়  একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী মানালি দে। গতপর্বেই দর্শক দেখেছেন শতদ্রু শিমুলের শ্বশুরবাড়িতে এসেছিল তার বোনের বিয়ের নেমন্তন্ন করতে।

সেই সুযোগটাকে কাজে লাগিয়ে খুব বাজে ভাবে সিনক্রিয়েট করে পলাশ আর প্রতীক্ষা। শতদ্রুকে শিমুল যে মিষ্টি খাইয়ে দিচ্ছিল সেই ছবি তুলে সে পরাগকে পাঠিয়ে দেয়। আর বলে শিমুল নাকি এইভাবে তার প্রেমিককে বাড়ি ডেকে এনে নষ্টামী করছে। এরপরেই পরাগও শিমুলের বিরুদ্ধে পরকীয়ার মত নোংরা অভিযোগ তুলে ভাইয়ের কথায় শতদ্রুর সামনেই  শিমুলের চুলের মুঠি ধরে মারধর শুরু করে দেয়।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

পরদিন শিমুলের শ্বাশুড়ি মধুবালা তীর্থ করে ফিরে আসার পর কাকিমা এবং স্কুলের  হেডমাস্টারকে ডেকে সকলের সামনে শিমুলের চরিত্র নিয়ে বিচার সভা বসায় পরাগ আর পলাশ। যদিও হেডমাস্টার মশাই এদিন সবকিছু শোনার পর শিমুলের সাপোর্টেই কথা বলেন।  এবার আগামী পর্বে দেখা যাবে শিমুল তাঁর শ্বাশুড়ি মধুবালাকে জানাবে সে তার দুই ছেলের জন্য রান্না করতে পারবেনা।

আরও পড়ুন: টলিউডে ডেট পাওয়া যায় না! তেলেগু ইন্ডাস্ট্রি সম্মানটা ফিরিয়ে দিয়েছে, অকপট যীশু সেনগুপ্ত

তখন এক মুহূর্তের জন্য মধুবালা শিমুলের  উপর রেগে গেলেও পরে তিনি  শিমুলকে বোঝান এক সংসারে  থাকতে গেলে অনেক কিছু সহ্য করে নিতে হয়। তখন শিমুল তার শ্বাশুড়িকে জানায় যে সে প্রতি রাতে তার বড় ছেলে পরাগের কাছে বৈবাহিক ধর্ষণের শিকার হয়।

আরও পড়ুন: কোটিপতি হয়েও সোনার গয়না পরেন না আম্বানিরা! সিক্রেট জানলে চমকে যাবেন আপনিও

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Parag,মধুবালা,Madhubala

তার ইচ্ছা আনিছার কোন দাম দেয় না তার স্বামী। একথা শুনে তখন শিমুলের শ্বাশুড়ির মনে পড়ে যায় তার অতীত জীবনের কথা। তিনিও বিয়ের পর প্রতি রাতে স্বামীর কাছে বৈবাহিক নির্যাতনের শিকার হতেন। তখন তিনি অতীতের কথাগুলো শিমুলের সাথে ভাগ করে নেন।

 

তারপর এদিন মধুবালা শিমুলকে জানাবে সকলের সামনে বলতে না পারলেও তার স্বীকার করতে কোন আপত্তি নেই যে শিমুল খুব ভালো মেয়ে। শ্বাশুড়ির মুখে এই কথা শুনে মনে মনে শান্তি পায় শিমুল। তাহলে কি এবার শিমুলের খারাপ শ্বাশুড়ি বদলে যাচ্ছে? তাহলে কি সত্যিই ভালো হয়ে যাচ্ছে পরাগের মা? সবটাই জানা যাবে এই ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥