• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডে ডেট পাওয়া যায় না! তেলেগু ইন্ডাস্ট্রি সম্মানটা ফিরিয়ে দিয়েছে, অকপট যীশু সেনগুপ্ত

Published on:

Jishu Sengupta opens up about his struggle in Telegu film industry

এই মুহূর্তে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। বাংলার নামি পরিচালকরাও নাকি ডেট পান না তাঁর। বাংলার গণ্ডি ছাড়িয়ে বহুদিন আগেই বলিউডে পাড়ি দিয়েছিলেন যীশু। আর এখন শুধু বলিউড নয় পাশাপাশি তেলেগু এবং ওয়েব সিরিজের জগতে চুটিয়ে কাজ করছেন অভিনেতা। এবারের পুজোয় মুক্তি পাচ্ছে যীশুর দু’দুটি সিনেমা। সৃজিত মুখার্জি পরিচালিত বাংলা সিনেমা দশম অবতারের সাথেই মুক্তি পাচ্ছে, ‘টাইগার নাগেশ্বর রাও’।

এই দুটি সিনেমায় যীশু খল চরিত্রে অভিনয় করছেন। তাঁর এই চরিত্র বাছাই কি সচেতন ভাবেই? সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে এই প্রশ্নই রাখা হয়েছিল অভিনেতার কাছে। জবাবে তিনি বলেছেন ভিলেনের চরিত্র করার কথা তিনি কখনও ভাবেননি। অভিনেতার কথায় ‘আমি কিন্তু কোনও দিন ভাবিনি যে আমায় নায়ক হতে হবে বা ভিলেন হতে হবে। এ সব নিয়ে চিন্তাভাবনাই করিনি।’ তবে তাঁর কাছে চিত্রনাট্যই শেষ কথা বলে।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,তেলেগু ইন্ডাস্ট্রি,Telegu Industry,সংগ্রাম,Struggle

তাই সচেতন ভাবে নয় কোনো চিত্রনাট্য পড়ে যদি যীশুর মনে হয় তাঁকে ছাড়া ওই সিনেমার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে তাহলেই নাকি তিনি সেই সিনেমা করতে রাজি হন। এদিন অভিনেতার মুখে শোনা গেল তেলেগু ইন্ডাস্ট্রির ঢালাও প্রশংসা। যীশু এদিন জানিয়েছেন ‘তেলুগু ইন্ডাস্ট্রি আমায় ভাল অভিনেতা হিসাবে সেই সম্মানটা দেয়’।

আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার! মেঘের ওপর প্রতিশোধ নিতে পরীক্ষার নম্বর কমিয়ে দিল নীল, ফাঁস আগাম পর্ব

এছাড়া সাউথের এক প্রযোজক সম্পর্কে তিনি বলেছেন যার সাথে তিনি এখন তিন নম্বর ছবি করছেন, তাঁর আরও একটা ছবিতেও নাকি তিনিই অতিথি শিল্পী। অভিনেতার কথায় ‘আমি নাকি ওঁদের ‘লাকি চার্ম’! এই ভালবাসাটা পাই বলেই অনেক ছবি করি।’ তবে তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে নাকি যীশুর ভাষা নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছিল।

আরও পড়ুন: হাউমাউ করে কাঁদছেন অরিজিৎ সিং, কিছুতেই বাঁধ মানছে না চোখের জল! হঠাৎ কি হল গায়কের?

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,তেলেগু ইন্ডাস্ট্রি,Telegu Industry,সংগ্রাম,Struggle

কিন্তু তার সেই সমস্যা দূর করতে তাকে সাহায্য করেছিলেন সাউথ এর জনপ্রিয় সুপারস্টার চিরঞ্জীবী।  তিনি তাঁকে শিখিয়েছিলেন ভাষা না জানলেও কিভাবে সংলাপ বলতে হয়। তবে বাংলায় প্রতিষ্ঠিত নায়ক হলেও তেলেগু ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরী করতে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল অভিনেতাকে।

এদিন এ প্রসঙ্গে যীশু বলেছেন বাড়িতে তাঁর  তিন তিনটি গাড়ি থাকলেও ওখানে গিয়ে এমন অনেক বার হয়েছে যখন তিনি ওখানে অটো করেই ঘুরে বেরিয়েছেন। যদিও এখন পরিস্থিতি বদলেছে এখন নাকি ওখনেই তাঁর নিজের ফ্ল্যাট গাড়ি সবই রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥