• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা! দেবের সাথে রোম্যান্স করতেই লাজে রাঙা ‘মিঠাই’ সৌমিতৃষা

Published on:

Dev Soumitrisha's Romantic video goes viral

Soumitrisha Kundu : জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের হাত ধরেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশনের পর্দায় মিঠাই সিরিয়াল শেষ হতে না হতেই বড় পর্দায় ডেবিউ  করেছেন সৌমিতৃষা। প্রথম সিনেমা ‘প্রধান’ (Pradhan) এই তিনি সুযোগ পেয়ে গিয়েছেন টলিউড সুপারস্টার দেবের (Dev) সাথে জুটি বাঁধার। প্রতিশ্রুতি মতোই আগস্ট মাস থেকে শুরু হয়েছে এই সিনেমার শুটিং।

সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনেই এই মুহূর্তে উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রধানের গোটা টিম। পাহাড়ি জঙ্গলে শুটিংয়ের সুবাদে এই ইতিমধ্যেই নাকি বেশ কিছু জীবজন্তুর সাক্ষাৎ পেয়েছেন প্রধান সিনেমার কলাকুশলীরা। কদিন আগেই নাকিএকেবারে  চোখের সামনে থেকেই লিওপার্ড দেখেছিলেন কিছুজন।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,প্রধান,Pradhan,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video

শুটিং শুরু হওয়ার পর থেকেই পাহাড়ের কোলে দাঁড়িয়ে নানান মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে।  সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেব আর ছোট পর্দার মিঠাইরানীর একটি মিষ্টি মুহূর্তের ভিডিও। প্রধানের শুটিং চলাকালীন ভাইরাল ওই ভিডিওতে দেখা আছে সৌমিতৃষা দোলনায় বসে রয়েছেন। আর তাকে দোল দিচ্ছেন দেব।

আরও পড়ুনঃ ‘আমি খুব একটা সুবিধের লোক নই’, সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বিস্ফোরক রূপঙ্কর বাগচি

কিন্তু এই ভিডিওতে সকলের নজর কেড়েছে অভিনেত্রীর হাতে থাকা শাঁখা-পলা। প্রসঙ্গত প্রধান সিনেমায় সৌমিতৃষা দেবের স্ত্রী হয়েছেন। তাই সম্ভবত চরিত্রের প্রয়োজনেই হাতে শাঁখা-পলা পরেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেল এই প্রথম এত কাছাকাছি এসেছেন দেব-সৌমিতৃষা। এখন দেখার দেবের মতো সুপারস্টারের সাথে সৌমিতৃষা তাঁর চরিত্রটিকে পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারেন।

আরও পড়ুনঃ মান-অভিমান ভুলে মিল হল সূর্য-দীপার! জন্মদিনে স্বস্তিকাকে ভালোবাসায় ভরালেন দিব্যজ্যোতি

দর্শকরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটিকে দেখার জন্য।জানা যাচ্ছে আগামী শীতের মরশুমে মুক্তি পেতে চলেছে দেব-সৌমিতৃষা অভিনীত নতুন সিনেমা প্রধান।জানা যাচ্ছে প্রায় ১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানান জায়গায় চলবে ‘প্রধান’-এর শুটিং। শেষ দিনে যোগ দিতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥