• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি খুব একটা সুবিধের লোক নই’, সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বিস্ফোরক রূপঙ্কর বাগচি

Published on:

Singer Rupankar Bagchi interview talks about himself

Rupankar Bagchi : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) প্রতিভাবান গায়কদের মধ্যে একজন হলেন রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। তিনি যে কত আইকনিক গান শ্রোতাদের উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। যদিও কেকে (KK) বিতর্কের পর থেকে ইন্ডাস্ট্রিতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন তিনি। গুঞ্জন শোনা যায়, বহু সহকর্মীই নাকি এখন গায়ককে এড়িয়ে চলেন।

সম্প্রতি জনপ্রিয় এক রিয়্যালিটি শোয়ে স্ত্রীয়ের সঙ্গে হাজির হয়েছিলেন রূপঙ্কর। সেখানেও কেকে বিতর্কের পরবর্তী সময়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার সব ধাক্কা কাটিয়ে রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে রূপঙ্করের একক অনুষ্ঠান। তার আগে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেন তিনি।

Rupankar Bagchi, Rupankar Bagchi interview

রূপঙ্কর স্পষ্ট বলেন, ‘আমি খুব একটা সুবিধের লোক নই। সাধারণ স্বাভাবিক লোক আমি নই। সেই জন্য আমার সঙ্গে যারা থালেন তাঁদের তো আরও বেশি অসুবিধা হবে। হঠাৎ করে রেগে যাই, যদিও সেই রাগ তাড়াতাড়ি চলে যায়। আর যদি রেগে যাই যেটা আমার মনে আসে সেটা আমি চেপে রাখতে পারি না’।

আরও পড়ুনঃ মান-অভিমান ভুলে মিল হল সূর্য-দীপার! জন্মদিনে স্বস্তিকাকে ভালোবাসায় ভরালেন দিব্যজ্যোতি

রূপঙ্কর আরও বলেন, ‘আজ অবধি এমনটা হয়নি যে আমার মনে কোনও কথা এসেছে আর সেটা আমি বলিনি। হ্যাঁ, গালিগালাজ হয়ে থাকলে সেটা অন্য ব্যাপার। হয়তো অপর দিকের মানুষটির সিনিয়রিটির জন্য চুপ করে থেকেছি। নাহলে আমার মুখে যা আসে আমি সেটাই বলে দিই। এই পেশায় থাকলে সেটা ভীষণ দুষ্কর হয়ে ওঠে। আসলে এই পেশাটা এতখানি ফেক যে আপনি যেখানে যা সেটা কখনওই আপনি দেখাবেন না’।

আরও পড়ুনঃ ‘এটাই আমার কাল হল…’! ‘দিদি নম্বর ১’র মঞ্চে দাঁড়িয়ে কপাল চাপড়ে আক্ষেপ রচনার

Rupankar Bagchi, Rupankar Bagchi interview

প্রসঙ্গত, গত বছর রূপঙ্করের ‘হু ইজ কেকে’ মন্তব্যটি নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল সর্বত্র। গায়কের মৃত্যুর পর প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় উঠেছিল রূপঙ্করকে বয়কটের ডাক। অবশ্য শুধু গায়কই নয়, তাঁর স্ত্রী-কন্যাকেও প্রচুর কটু কথা শুনতে হয়েছিল সেই সময়। এক বছর পর সেই ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন রূপঙ্কর। গায়কের আগামী এক অনুষ্ঠানে শ্রোতারা কতখানি ভালোবাসা দেন এবার সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥