• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন অবতারে পর্দায় ফিরছেন ‘শক্তিমান’! খবর প্রকাশ্যে আসতেই খুশি নেটিজেনরা

Published on:

Shaktimaan actor Mukesh Khanna is coming back with a web show

‘শক্তিমানে’র সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের নানান স্মৃতি। একটা সময় রবিবার দুপুর হলেই ‘শক্তিমান’ (Shaktimaan) দেখার জন্য টিভির সামনে বসতে পড়তো সকলে। এই চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি পেয়েছিলেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। আজ এত বছর পরেও তাঁকে ‘শক্তিমান’ নামেই মনে রেখে দিয়েছেন বহু দর্শক।

সম্প্রতি দর্শকদের প্রিয় ‘শক্তিমান’ থুড়ি মুকেশের কামব্যাকের খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, অভিনেতাকে এবার একজন অবসরপ্রাপ্ত RAW অফিসার মার্শালের (Marshal) ভূমিকায় দেখা যায়। এত বছর পর একেবারে নতুন রূপে হাজির হতে চলেছেন অভিনেতা। প্রিয় তারকার কামব্যাকের খবর শুনে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি হয়েছেন ভক্তরা।

Shaktimaan Mukesh Khanna

মুকেশ নিজেই একবার বলেছিলেন, একজন অবসরপ্রাপ্ত RAW অফিসারের কাহিনী বলবে মার্শাল। তবে চলচ্চিত্র নয়, একটি ওয়েব শোয়ের (Web Show) আকারে এটি তৈরি করবেন অভিনেতা। ৮-১০টি এপিসোড থাকবে। অভিনেতার কথায়, আমি এটিকে যদি সিনেমার আকারে বানাতাম তাহলে আরও বেশি সময় লাগতো। আমি অপেক্ষা করতে চাইনি।

আরও পড়ুনঃ সুশান্ত মামলায় বড় জয় পেলেন রিয়া, বম্বে হাইকোর্টের নির্দেশ জারি হতেই খুশি অভিনেত্রী

পাশাপাশি পর্দার শক্তিমান এও বলেন, ‘মহামারীর পর আমি দেখেছি ওটিটি (OTT) শোগুলি টিভি শোয়ের জায়গা ব্যাপক দখল করেছিল। মার্শালকে ওয়েব শোয়ের আকারে তৈরি করার অন্যতম একটি কারণ এটিও। ‘শক্তিমান’ রূপে দর্শকদের মনে যেভাবে স্থান করে নিয়েছিলেন মুকেশ খান্না, মার্শালের হাত ধরেও ততখানি জনপ্রিয়তা পাবেন বলে আশা করছেন দর্শকরা।

Shaktimaan Mukesh Khanna

প্রসঙ্গত, মুকেশ খান্নার আইকনিক শো ‘শক্তিমান’ এবং ‘সৌতেলা’ ফের দূরদর্শনের পর্দায় দেখানো হবে। অভিনেতা বলেন, ‘অতিমারীর সময় দর্শকদের জন্য শক্তিমান পুনরায় দেখানো শুরু হয়েছিল। আমার অন্য একটি শো সৌতেলাও ফের দূরদর্শনে চালু হবে। চ্যানেলের তরফ থেকে আগ্রহ দেখানো হয়েছে, তাই আমিও ফের সম্মত হয়েছি’।

আরও পড়ুনঃ টাকার জোরে টাকেও গজিয়েছে চুল, হেয়ার এই ৫ বলি তারকার ট্রান্সপ্লান্টের আগে ও পরের ছবি চমকে দেবে

‘শক্তিমান’, ‘সৌতেলা’ ছাড়াও ‘মহাভারতে’ ভীষ্মের চরিত্রেও সাড়া জাগানো অভিনয় করেছিলেন মুকেশ খান্না। এখনও বহু সহকর্মীর সঙ্গে যোগাযোগ রয়েছে অভিনেতার। তবে মুকেশের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘শক্তিমান’। এত বছর পরেও তাই অনেকের মুখে শোনা যায় ‘শক্তিমানে’র নানান ডায়লগ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥