• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত মামলায় বড় জয় পেলেন রিয়া, বম্বে হাইকোর্টের নির্দেশ জারি হতেই খুশি অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আকস্মিক মৃত্যুর পর ওলটপালট হয়ে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) জীবন। প্রায় গোটা দেশের চোখে রাতারাতি ‘ভিলেন’ হয়ে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের তরফ থেকে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছিল। বাদ যাননি রিয়ার বাবা ইন্দ্রাজিৎ এবং ভাই শৌভিকও। এবার সুশান্ত মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেত্রী।

সম্প্রতি বম্বে হাইকোর্টের (Bombay High Court) তরফ থেকে রিয়া, ইন্দ্রজিৎ এবং শৌভিকের বিরুদ্ধে জারি করা ‘লুক আউট’ নোটিশ (Look Out Circular) খারিজ করে দেওয়া হয়। ফলে এবার ভারতের বাইরে যাওয়ায় আর কোনও বাধা রইল না নায়িকার। বিনা বাধায় বিদেশ যাত্রা করতে পারবেন রিয়া চক্রবর্তী।

   

Rhea Chakraborty

২০২০ সালের ১৪ জুন প্রয়াত হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এরপর অভিনেতার বাবা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। এছাড়া মাদক মামলাতেও সেই সময় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। যে কারণে গ্রেফতার করা হয় তাঁকে। এরপরেই রিয়ার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়। যে কারণে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল।

আরও পড়ুনঃ TRP-র লোভে সাজানো কষ্টের কাহিনী দেখায় ‘ইন্ডিয়ান আইডল’! সাংবাদিকের প্রশ্নে বিস্ফোরক শ্রেয়া

‘লুক আউট’ সার্কুলার স্থগিত রাখার জন্য অতীতে বম্বে হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন রিয়া। তখন বলেছিলেন, কাজের সূত্রে বিদেশ যেতে হবে। তবে সেই সময় বলি নায়িকার আবেদন গৃহীত হয়নি। এরপর মাদক মামলায় জামিন পাওয়ার পর বিশেষ এনডিপিএস আদালত থেকে বিদেশ যাত্রার অনুমতি পেয়েছিলেন তিনি।

Rhea Chakraborty

আরও পড়ুনঃ অবিবাহিত হয়েও কেন সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? ৯৯% লোকের কাছে আজও অজানা আসল কাহিনী

কিন্তু সিবিআইয়ের (CBI) তরফ থেকে এফআইআর দায়ের করার দরুন দেশ ছাড়তে পারেনি রিয়া। তবে সংশ্লিষ্ট কেসের কোনও রকম অগ্রগতি হয়নি, এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সমনও জারি করা হয়নি। তাই মাসখানেক আগে আদালতের কাছে ‘লুক আউট’ নোটিশ থেকে অব্যাহতির আবেদন জানান রিয়া। এবার বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে এবং রেবতী মোহিতে ডেরের ডিভিশন বেঞ্চে রিয়ার বিরুদ্ধে দায়ের করা লুক আউট নোটিশ খারিজ করে দেওয়া হল। তাই এবার বিনা বাধায় বিদেশ যাত্রা করতে পারবেন নায়িকা।