যেকোনো সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে চলছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানির (Nita Ambani) ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং (Anant Ambani Radhika Merchant Pre Wedding) অনুষ্ঠানের চর্চা। ভারত তো বটেই দেশ বিদেশ থেকে হাজির হয়েছিল বিশেষ অতিথিরা। এমনকি বলিউডের সুপারস্টার তারকা যেমন শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাডুকোন, আমির খান এর মত তারকারা হাজির ছিলেন অনুষ্ঠানে।
শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এলাহী বিয়ের আয়োজন বলতে যা বোঝাই তার থেকেও এককাঠি ওপরে ছিল এই প্রাক বিবাহ সেলিব্রেশনের আয়োজন। হলিউডের জনপ্রিয় পা তারকা রিহানা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। জানলে অবাক হয়ে যাবেন রিহানা এমন অনুষ্ঠানে এসে নাচ গান করার জন্য ৬৬-৭৪ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন।
অবশ্য এখানেই শেষ নয়, মাক্রোসফ্ট এর সিইও বিল গেটস থেকে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গও এদিন নিমন্ত্রিত ছিলেন। তাছাড়া এদিনে শাহরুখ, সালমানদেরও পারফর্ম করতে দেখা গিয়েছে। তবে শুধুই নিমন্ত্রিত ছিলেন না তাঁরা। পারফর্মেন্সের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পেয়েছেন। যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।
আরও পড়ুনঃ সমস্ত রীতিমেনে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী, রইল বিয়ের সমস্ত ছবির এক্সক্লুসিভ অ্যালবাম
বলিউডের কিং খান নাম পরিচিত শাহরুখ খান নিজেই ৮০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ২০২৩ সালেই ব্লকবাস্টার সমস্ত ছবি উপহার দিয়েছেন তিনি। তবে শাহরুখের সম্পত্তির সিংহভাগ যায় কিন্তু সিনেমা করে নয় বরং বিয়েতে নাচ-গান করে! ২০১২ সালের এক রিপোর্টে জানা গিয়েছিল ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এ পারফর্ম করেই নাকি ২০০০ কোটি টাকা আয় করেছিলেন শাহরুখ খান।
যেমনটা জানা যায় শাহরুখ খান একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ৮ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে সালমান খানও প্রায় ২.৫-৩ কোটি টাকা চার্জ করেন। এছাড়া আরও একাধিক বলি তারকারা এভাবেই অনুষ্ঠানে নাচ-গান করে কোটি কোটি টাকা যায় করেন।
আরও পড়ুনঃ ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, শানু-উদিতের সঙ্গে প্রেম! অলকা ইয়াগনিকের জীবন কাহিনীই যেন সিনেমা
this is wholesome ????pic.twitter.com/4vvHk5rkUX
— Akash (@johnaintfake) March 2, 2024
মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে শাহ্রুখন, সালমান ও আমিরের একসাথে নাচের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চরম ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, ‘আম্বানি শাহরুখ-সালমান-আমিরকে এক করে দেখিয়ে দিলেন’।