• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমস্ত রীতিমেনে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী, রইল বিয়ের সমস্ত ছবির এক্সক্লুসিভ অ্যালবাম

Kanchan-Sreemoyee Wedding Photos: অবশেষে সাত পাকে বাধা পড়লেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বিগত কয়েকদিন ধরে চলতে থাকা সমস্ত চর্চা, জলঘোলা, জল্পনার ইতি ঘটিয়ে স্বামী স্ত্রী কাঞ্চন-শ্রীময়ী। ৫৩ বছর বয়সে ২৬ এর শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন মালিক। বয়সের এই বিশাল ব্যবধানের জন্য ধেয়ে এসেছে বহু কটাক্ষ, তবে সে সবকে তুচ্ছ করে নতুন করে সংসার শুরু করলেন কাঞ্চন ও শ্রীময়ী।

এর আগে জানা গিয়েছিল ৬ই মার্চ বিয়ে করবেন কাঞ্চন ও শ্রীময়ী। তবে পরে জানা যায় ২রা মার্চ অর্থাৎ আজকেই দুই পরিবার ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে শুভ বিবাহ সম্পন্ন হল দুজনের। তৃতীয় বিয়ে হলেও আয়োজন ছিল একেবারে রাজকীয়। কলকাতার অভিজাত এক হেরিটেজ প্রপার্টিতে আয়োজন হয়েছিল বিয়ের অনুষ্ঠান।

   

Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding Photos

এদিন টুকটুলে লাল রঙের বেনারসি পরে বধূ বেশে দেখা গিয়েছে শ্রীময়ীকে। বিয়ের পোশাকের জন্য শুরুতে ডিজাইনার আনার কথা থাকলেও সেটা আর হয়নি, নিজেই ডিজাইন করেছেন বিয়ের শাড়ি। সেই বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, আকন্দ মালা, শোলার মুকুটে দেখা গেল অভিনেত্রীকে। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা পাঞ্জাবি, আর লাল পাড়ের ধুতি। সমস্ত নিয়ম আচার মেনে সাত পাকে ঘুরে নতুন সংসার শুরু করলেন কাঞ্চন-শ্রীময়ী।

Kanchan Mullick Third Wedding with Sreemoyee Chattoraj Photos

ইতিমধ্যেই বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে নতুন স্ত্রী শ্রীময়ীকে জড়িয়ে ধরে হাসি মুখে দেখা যাচ্ছে কাঞ্চনকে। বিয়ের পর দারুন খুশি শ্রীময়ীও। এদিন বিয়ের মত খাবারের মেনুতেও ছিল এলাহী আয়োজন। শ্রীময়ী আগেই জানিয়েছিলেন খাবারে পোলাও, মটন থাকছে। সেই মত বাঙালি খাবারের পাশাপাশি ছিল এক সে এক খাবারের আয়োজন।

Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding look photos

প্রসঙ্গত, ৫৩ বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কারণে বহু কটাক্ষ ধেয়ে এসেছে। তবে বিয়ের আগে টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে অভিনেতা জানান, শ্রীময়ী তার কাছে পরশপাথরের মত। বিয়ের ওপর থেকে বিশ্বাস হারাতে দেয়নি শ্রীময়ী। ওর মত মানুষ হয় না, আমার জীবনে ওর অবদান অনেকটাই। আমি যখন নেশাগ্রস্ত হয়েছিলাম তখন ও আমার মনে সাহস জুগিয়েছে। ওর জন্যই আমি নেশার থেকে বেরিয়ে আসতে পেরেছে।