• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখই প্রথম নয়! আগেও ন্যাড়া মাথায় পর্দা কাঁপিয়েছেন অনুষ্কা সহ এই ৫ বলি তারকারা

Published on:

Shahrukh Khan to Anushka Sharma 6 Bolyywood stars who bald on screen

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান (Shahrukh Khan) এমন একজন অভিনেতা যিনি নিজের চরিত্রের জন্য প্রতিনিয়ত ভাঙতে থাকেন নিজেকে। তেমনই  সদ্য প্রকাশ্যে এসেছে আসন্ন সিনেমা ‘জাওয়ান’-এ কিং খানের নতুন লুক। আর এই লুক প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলে। আসলে রোম্যান্স কিং শাহরুখের এই নতুন অবতারে তাঁকে দেখা যাচ্ছে একেবারে ন্যাড়া অবস্থায়।

শাহরুখ খান (Shahrukh Khan): মাথার চুল কামিয়ে টাক মাথাতেই কিং খান অবলীলায় ধরা দিলেন সেলুলয়েডের পর্দায়। তাঁর সেই জাওয়ান লুক দেখেই চোখ ছানাবড়া অসংখ্য অনুরাগীদের। তবে শাহরুখ কিন্তু প্রথম অভিনেতা নন  যিনি সিনেমার চরিত্রের প্রয়োজনে পর্দার সামনে ধরা দিয়েছেন ন্যাড়া হয়ে।

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

আবার অনেকেই ন্যাড়া হওয়ার জন্য সাহায্য নিয়েছেন মেকাপের। আজ  বংট্রেন্ডের পাতায় থাকলো শাহরুখ ছাড়াও বলিউডের এমনই আরও ৫ জন অভিনেতা অভিনেত্রীর নাম যাঁরা ন্যাড়া হয়েছেন চরিত্রের প্রয়োজনে।

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

সঞ্জয় দত্ত (Sanjay Dutt): এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের মুন্না ভাই অর্থাৎ অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাপ্রেমীদের  নিশ্চয়ই মনে থাকবে হৃত্বিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘অগ্নিপথ সিনেমায় কাঞ্চা নামের যে ভিলেনের চরিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন সেই  চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে সত্যিই ন্যাড়া হয়েছিলেন সঞ্জয় দত্ত।

আরও পড়ুনঃ ভক্তি নিয়ে ছেলেখেলা! রিলিজের আগেই বিপাকে OMG 2, মাথায় হাত অক্ষয় কুমারের

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

আমিতাভ বচ্চন (Amitabh Bachchan): এরপরেই এই তালিকায় রয়েছেন বলিউডের বিগ বি অর্থাৎ আমিতাভ বচ্চন। অভিষেক বচ্চন এবং বিদ্যা বালান অভিনীত ‘পা’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। এই সিনেমাতেই মেকআপের সাহায্যে কেশহীন শিশুর মতো লুকে ধরা ধরা দিয়েছিলেন শাহেনশা।  এই সিনেমায় তাঁর নিঁখুত অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।

আরও পড়ুনঃ ছবির বাজেটের অর্ধেক তারকাদের পকেটে! ‘জওয়ান’র জন্য শাহরুখ-নয়নতারারা কত নিয়েছেন শুনলে চমকে যাবেন

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

অনুষ্কা শর্মা (Anushka Sharma): এরপরেই এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তিনি একজন ক্যান্সার রোগীর চরিত্রে অভিনয় করেছিলে। সেখানে তাঁকেও পর্দায় চুল ছাড়া ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল।

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

শাবানা আজমি (Shabana Azmi): বলিউড সেলিব্রিটিদের এই তালিকায় রয়েছেন ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা শাবানা আজমিও। দীপা মেহতা পরিচালিত ‘ওয়াটার’ সিনেমার জন্য চুল কেটে ফেলেছিলেন অভিনেত্রী। কিন্তু এই সিনেমাটি নিয়ে এমন বিতর্ক তৈরি হয় যে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল সিনেমার শুটিং।  পরবর্তীতে অভিনেত্রী নিজেই সরে দাঁড়িয়েছিলেন এই ছবি থেকে।

বলিউড,Bollywood,তারকা,Stars,ন্যাড়া,Bald,শাহরুখ খান,Shahrukh Khan,অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,সঞ্জয় দত্ত,Sanjay Dutt,অনুষ্কা শর্মা,Anushka Sharma,শাবানা আজমি,Shabana Azmi,তানভি আজমি,Tanvi Azmi

তানভী আজমি (Tanvi Azmi): বলিউড অভিনেত্রীদের এই তালিকায় রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি হলেন প্রবীণ অভিনেত্রী তানভী আজমি। বলিউডের নামী এই অভিনেত্রী সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় বিধবা মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের। চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলার জন্য তিনি নাকি সত্যিই নিজের মাথা কামিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥