• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবির বাজেটের অর্ধেক তারকাদের পকেটে! ‘জওয়ান’র জন্য শাহরুখ-নয়নতারারা কত নিয়েছেন শুনলে চমকে যাবেন

বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘জওয়ান’র (Jawan) প্রিভিউ ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। কয়েক মিনিটের সেই ভিডিও দেখেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। অনেকে তো এখনই বলছেন, ‘পাঠান’কে ছাপিয়ে যাবে এই সিনেমা। সেই সঙ্গেই তারকাদের পারিশ্রমিক (Fees) নিয়েও শুরু হয়ে গিয়েছে চর্চা-আলোচনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘জওয়ান’এ অভিনয় করে কেউ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, কেউ আবার লাখ টাকা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ‘জওয়ান’ তারকাদের পারিশ্রমিকের তালিকা।

যোগী বাবু (Yogi Babu)- দক্ষিণের জনপ্রিয় অভিনেতা যোগী বাবুকে এই ছবিতে সাইড রোলে দেখা যাবে। শোনা যাচ্ছে, শাহরুখের ছবিতে অভিনয় করে প্রায় ২৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

   

Yogi Babu, Jawan star cast fees

সুনীল গ্রোভার (Sunil Grover)- জনপ্রিয় কমেডিয়ান সুনীলকেও ‘জওয়ান’এ দেখতে পাবেন দর্শকরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্বল্প দৈর্ঘ্যের একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই চরিত্রের জন্য প্রায় ৭৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন সুনীল।

Sunil Grover, Jawan star cast fees

প্রিয়মণি (Priyamani)- ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত দক্ষিণী সুন্দরী প্রিয়মণিকে ‘জওয়ান’এ সাইড রোলে দেখা যাবে। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, ‘জওয়ান’র জন্য প্রায় ১ কোটি টাকা নিয়েছেন প্রিয়মণি।

Shah Rukh Khan and Priyamani, Jawan star cast fees

সান্যা মলহোত্রা (Sanya Malhotra)- ‘দঙ্গল’ খ্যাত সান্যাকেও শাহরুখের ছবিতে দেখা যাবে। বলিপাড়া সূত্র মারফৎ খবর, মেগা বাজেট এই ছবির জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সান্যা।

Sanya Malhotra, Jawan star cast fees

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- ‘পাঠান’র পর ফের ‘জওয়ান’এ শাহরুখ-দীপিকাকে দেখতে পাবেন দর্শকরা। ছবির প্রিভিউয়ে বৃষ্টির মধ্যে লাল শাড়ি পরে অ্যাকশন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যদিও এই সিনেমায় ক্যামিও রোলে দেখা যাবে দীপিকাকে। এই চরিত্রের জন্য তিনি কত টাকা নিয়েছেন তা এখনও জানা যায়নি।

Deepika Padukone, Jawan star cast fees

নয়নতারা (Nayanthara)- শাহরুখের ‘জওয়ান’র হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। যদিও এই ছবিতে অভিনয় করে শাহরুখের চেয়ে অনেক কম পারিশ্রমিক পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ‘জওয়ান’র জন্য মাত্র ৪ কোটি টাকা পেয়েছেন নয়নতারা।

Nayanthara, Jawan star cast fees

বিজয় সেতুপতি (Vijay Sethupathi)- জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও ‘জওয়ান’এ দেখতে পাবেন দর্শকরা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখের সিনেমায় অভিনয় করে প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বিজয়।

Vijay Sethupathi, Jawan star cast fees

শাহরুখ খান (Shah Rukh Khan)- দীর্ঘ চার বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর কামব্যাক করেছেন ‘বাদশা’ শাহরুখ। তাঁর বহু প্রতীক্ষিত প্রোজেক্টগুলির মধ্যে একটি হল ‘জওয়ান’। এটি আবার শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবিও বটে।

Shah Rukh Khan, Jawan star cast fees

স্বাভাবিকভাবেই ‘জওয়ান’র জন্য মোটা টাকা প্রারিশ্রমিকও নিয়েছেন ‘কিং খান’। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যাটলি কুমার পরিচালিত এই ছবির জন্য প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। বাকি সব তারকার মিলিত পারিশ্রমিকের চেয়েও কয়েক গুণ বেশি টাকা আয় করেছেন ‘বাদশা’।