• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তি নিয়ে ছেলেখেলা! রিলিজের আগেই বিপাকে OMG 2, মাথায় হাত অক্ষয় কুমারের

Published on:

OMG 2,OMG,Akshay Kumar,Bollywood,Movie,Bollywood movie,Entertainment,Censor board,ওহ মাই গড,ওহ মাই গড ২,অক্ষয় কুমার,বলিউড সিনেমা,বলিউড,সিনেমা,সেন্সর বোর্ড,বিনোদন,ওহ মাই গড ২ সেন্সর বোর্ড,OMG 2 censor board

ব্যাক টু ব্যাক ৫টি সিনেমা ফ্লপ হওয়ার পর ‘ওহ মাই গড ২’ (OMG 2) নিয়ে আসছেন বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘ওহ মাই গড’ (OMG) রিলিজ করেছিল প্রায় এক দশক আগে। এত দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই সিনেমার সিক্যুয়েল। ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তবে এখন যে আপডেট সামনে এসেছে তা শুনে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।

‘ওহ মাই গড’ ছবিটি যারা দেখেছেন তাঁরা জানেন, ধর্ম, ধার্মিক বিশ্বাস, ঈশ্বরের প্রতি আস্থা এবং মানুষের অন্ধবিশ্বাস- এসব জিনিসকে সরাসরি প্রশ্ন করেছিল এই সিনেমা। ছবিটি রিলিজের পর সেই সময় ব্যাপক বিতর্কও হয়েছিল। দর্শকদের একাংশের ছবিটি ভালোলাগলেও, আরেকাংশের একেবারেই ভালোলাগেনি। এবার সেই বিতর্কিত ছবির দ্বিতীয় পার্ট রিলিজ হওয়ার পালা।

OMG 2, Akshay Kumar OMG 2

সাম্প্রতিক অতীতে একাধিক সিনেমার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’র বিরুদ্ধে এও অভিযোগ তুলেছিলেন অনেকে। অক্ষয়ের ‘ওহ মাই গড ২’রও মূল বিষয় এই ধর্ম, ঈশ্বর, ধার্মিক বিশ্বাস। শোনা যাচ্ছে, বারবার কটাক্ষের মুখে পড়া সেন্সর বোর্ড (Sensor Board) ছবিটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই সেন্সরের আতস কাঁচের তলায় চলে এসেছে অক্ষয়ের সিনেমা। ছবির স্ক্রিনিংয়ের পর তার ওপর কোপও বসিয়ে দিয়েছে বোর্ড। তাহলে কি প্রাথমিক পর্যায়ে এই সিনেমা ছাড়পত্র পায়নি? উঠেছে সেই প্রশ্নও।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমায়! এই হ্যান্ডসাম নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ‘গুনগুন’ তৃণা

OMG 2, Akshay Kumar OMG 2

আরও পড়ুনঃ বাংলা সিনেমায় কাজ করে কত টাকা পায় টলি অভিনেত্রীরা? রইল কোয়েল-শুভশ্রী সহ ১০ নায়িকার পারিশ্রমিক

শোনা যাচ্ছে, এবার কোনও দায় নিজের কাঁধে নেয়নি বোর্ড। বরং ছবিটি খতিয়ে দেখার জন্য সেটি রিভিশন কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বোর্ডের তরফ থেকে এখনও ছবি প্রযোজককে শো-কজ নোটিস পাঠানো হয়নি। তবে ‘ওহ মাই গড ২’ ঘিরে যে কিছু সমস্যা দেখা দিয়েছে তা রিভিশন কমিটিতে পাঠানো দেখেই বেশ বোঝা যাচ্ছে।

একটি নামী সংবাদমাধ্যমে এক বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যা দেয়নি। ছবিটি নিয়ে সেন্সর বোর্ডে আলোচনা চলছে’। ঈশ্বর- ঈশ্বরের প্রতি আস্থা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তাই এই নিয়ে কোনও সিনেমা বানানো হলে তার চিত্রনাট্যে কোনও খামতি থেকে গেলে সেখান থেকে বড় মাপের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্যই অক্ষয়ের ছবিকে ছাড়পত্র দেওয়ার আগে কিছু অংশ বদলের জন্য রিভিশন কমিটির কাছে পাঠানো হচ্ছে বলে মত সিনে-বিশেষজ্ঞদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥