• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হেলিকপ্টারে চেপে অটোগ্রাফ দিতে যেতেন! ‘Indian Idol’এ কুমার শানুর গোপন কীর্তি জানালেন শাহিদ

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’র (Indian Idol 14) মঞ্চে উপস্থিত হয়েছিলেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যাননের জুটি। ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র প্রচারে এসেছিলেন এই দুই তারকা। আর সেখানে কুমার শানুকে (Kumar Sanu) দেখেই পুরনো স্মৃতিতে ডুব দেন অভিনেতা। নস্ট্যালজিক হয়ে পড়ার পাশাপাশি বাঙালি গায়কের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় তাঁকে।

সম্প্রতি সোনি টিভির তরফ থেকে ‘ইন্ডিয়ান আইডলে’র (Indian Idol) আসন্ন পর্বের ঝলক শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শোয়ের বিচারক থেকে শুরু করে প্রতিযোগী, সকলকে সঙ্গে নিয়ে ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’র টাইটেল ট্র্যাকে নাচছেন শাহিদ (Shahid Kapoor)-কৃতি (Kriti Sanon)। কিন্তু কুমার শানু এই গানের হুক স্টেপ ঠিকভাবে করতে পারেননি। তা নজরে পড়ে অভিনেতার।

   

Shahid Kapoor Kriti Sanon Kumar Sanu in Indian Idol 14

শানুর নাচ দেখে হাসতে হাসতে শাহিদ বলে, ‘কুমারজি, আপনি এই যে সাপুড়ের মতো নাচছেন, সেটা নিয়ে আর কী বলবো’। অভিনেতার কথা শুনে হেসে গড়িয়ে পড়ার জোগাড় হয় মঞ্চে উপস্থিত সকলের। এরপর প্রায় দু’দশক পুরনো বেশ কিছু ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেন শাহিদ।

আরও পড়ুনঃ শ্রাবন্তীর থেকেও বেশি সুন্দরী! নতুন বউকে আগলে ছবি শেয়ার করলেন প্রাক্তন স্বামী কৃষাণ ব্রজ

২০০৩ সালে ‘ইশক ভিশক’ ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন শাহিদ। সেই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছিলেন শানু। সেকথা মনে করাতেই অভিনেতা বলেন, ‘আমায় আগে ওনার (শানুর দিকে ঈশারা করে) জন্য একটা মিউজিক ভিডিও করতে হয়েছিল। এরপর উনি বলেন, চল ঠিক আছে তোর সিনেমায় আমি নাহয় একটা গান গেয়ে দেব’।

Kumar Sanu and Shahid Kapoor in Indian Idol 14

এখানেই না থেমে শাহিদ বলেন, ‘সেই মিউজিক ভিডিওয় শানুদা হেলিকপ্টারে করে এসেছিলেন। আমরা গলফ কোর্সে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। উনি এলেন, অটোগ্রাফ দিলেন, এরপর তিনটে গান রেকর্ড করতে ফিরে গেলেন। উনি যে কী ব্যস্ত থাকতেন!’। কথা সম্পূর্ণ হতেই হেসে গেলেন শানু-শাহিদ দু’জনেই।

আরও পড়ুনঃ ঘনিষ্ট দৃশ্যে শ্যুট করতে গিয়ে কেলেঙ্কারি! অগ্নিভর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কোথায় চোট পেল কথা?

এরপর অবশ্য শাহিদ স্বীকার করেন নেন, ‘শানুদার গলায় আমাদের সিনেমার গান গাওয়াতে পারছি এটা ভেবেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। উনি তখন বিরাট বড় তারকা। আর আমার তখন হয়তো ১৭ বছর বয়স। প্রচুর ভালো স্মৃতি আছে’। সঞ্চালক হুসেনের অনুরোধে এরপর ‘ইশক ভিশক’ ছবির টাইটেল ট্র্যাকের দু’লাইন মতো শোনান গায়ক। প্রসঙ্গত, প্রত্যেক শনি-রবি রাত ৮টা থেকে সোনি টিভিতে সম্প্রচারিত হয় ‘ইন্ডিয়ান আইডল ১৪’। চলতি সিজনে বিচারক হিসেবে দেখা যাচ্ছে কুমার শানু, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দদলানিকে।