• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৯ বছরের ছোট হয়েও শাহরুখের মা! ‘জওয়ানে’ শাহরুখ খানের সুন্দরী মায়ের আসল পরিচয় জানেন?

Updated on:

Shah Rukh Khan’s mother in Jawan actress Ridhi Dogra unknown facts

Jawaan Movie Riddhi Dogra : ৭ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ‘জওয়ান’ (Jawan) ঝড় উঠেছে গোটা দেশে। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara) অভিনীত এই সিনেমা। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে বলিউড (Bollywood) এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। পাশাপাশি নজর কেড়েছেন একাধিক নতুন অভিনেতা-অভিনেত্রীও। এমনই একজন শিল্পী হলেন ঋদ্ধি ডোগরা (Ridhi Dogra)

‘জওয়ান’ যে মহিলা নির্ভর ছবি তা আগেই জানিয়েছিলেন শাহরুখ। নয়নতারা, দীপিকা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন প্রিয়মণি, সান্যা মলহোত্রার মতো তারকারা। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন একজন, তিনি হলেন শাহরুখের অনস্ক্রিন মা (Shahrukh Khan’s Mother)। ‘কিং খানে’র হাঁটুর বয়সী ঋদ্ধি বৃদ্ধার চরিত্রে রীতিমতো তাক লাগানো অভিনয় করেছেন।

Ridhi Dogra, Ridhi Dogra Jawan, Ridhi Dogra unknown facts

হিন্দি টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন এই অভিনেত্রী। তবে শাহরুখের সঙ্গে এই প্রথম কাজ করার সুযোগ পেলেন তিনি। এই মুহূর্তে ঋদ্ধির বয়স ৩৮ বছর, অপরদিকে শাহরুখের আর ৩ বছর পরেই ৬০ হবে। বাস্তবে ১৯ বছরের ছোট হলেও, পর্দায় শাহরুখের মায়ের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ঋদ্ধি। দর্শকরাও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ অনাথ শিশুকে দত্তক নিয়ে মানুষ করেছেন সন্তানস্নেহে, সত্যিই বড় মনের মানুষ এই ৮ বলিউড তারকা

Ridhi Dogra, Ridhi Dogra Jawan, Ridhi Dogra unknown facts

হিন্দি টেলি দুনিয়ার এই জনপ্রিয় অভিনেত্রী প্রচুর হিট সিরিয়ালে অভিনয় করেছেন। তবে ‘অসুর’ ওয়েব সিরিজে ‘নুসরত’ চরিত্রে অভিনয় করার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বরুণ সোবতির সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছিল দর্শকদের।

 আরও পড়ুনঃ ‘আমায় পালিয়ে বেড়াতে হচ্ছে, ছাড়বো না!’ কাদের নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং?

Ridhi Dogra and Raqesh Bapat, Ridhi Dogra unknown facts

প্রসঙ্গত, শাহরুখের অনস্ক্রিন মা ২০১০ সালে ‘বিগ বস’ খ্যাত রাকেশ বাপাতকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ৯ বছর একসঙ্গে সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত ঋদ্ধি। ওয়েব দুনিয়ায় ইতিমধ্যেই ভালো পরিচিতি হয়ে গিয়েছে তাঁর। এবার ‘জওয়ান’র হাত ধরে বলিউডে পা রাখলেন তিনি। ঋদ্ধির কথায়, ডেবিউ ছবিতেই শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে তিনি ধন্য হয়ে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥