• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমায় পালিয়ে বেড়াতে হচ্ছে, ছাড়বো না!’ কাদের নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং?

Published on:

Arijit Singh once said funny things to audience

বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) আজ গোটা দেশের গর্ব। একডাকে তাঁকে চেনে সবাই। বলিউডের (Bollywood) ‘মেলোডি কিং’ (Melody King) নামে খ্যাত এই গায়কের গলায় মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। জনপ্রিয়তার নিরিখে এখন বহু বিদেশি তারকাকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। মাঝেমধ্যেই নানান রেকর্ড গড়ে ভারতকে গর্বিত করেন তিনি। তবে সেই অরিজিৎ সিংকেই নাকি পালিয়ে বেড়াতে হচ্ছে!

এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ। অস্কারজয়ী এ আর রহমানের (A R Rahman) পরেই রয়েছে তাঁর নাম। এমনকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা টেলর সুইফট (Taylor Swift), এমিনেম (Eminem), বিলি এইলিশদের (Billie Eilish) অবধি পিছনে ফেলে দিয়েছেন এই বঙ্গ তনয়। যত দিন যাচ্ছে ততই বাড়ছে অরিজিতের জনপ্রিয়তা।

Bollywood,Arijit Singh,Singer,Bollywood singer,Bollywood news,Music,Entertainment,Entertainment news,Bangla khobor,বলিউড,অরিজিৎ সিং,গায়ক,বলিউড গায়ক,বলিউডের খবর,সঙ্গীত,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

তবে শুধু এখনই নয়, কেরিয়ারের শুরু থেকেই অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পান অরিজিৎ। তাঁর গান পাগল ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন। একটা সময় ছিল, অরিজিৎ যেখানেই যেতেন সেখানেই তাঁকে ধাওয়া করতেন ভক্তরা। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সেই সময় রীতিমতো পালিয়ে বেড়াতে হতো গায়ককে।

আরও পড়ুনঃ বাঁশি হাতে কলির কেষ্ট! জন্মাষ্টমীর শুভলগ্নে টিভির আগেই ফাঁস ফুলকির মহামিলন পর্ব

অনুরাগীদের এই ধাওয়া করার জন্য বেশ কয়েকবার বিপদেও পড়েছেন অরিজিৎ। সেই জন্য একবার খানিক মজা করেই তিনি বলেছিলেন, যাদের জন্য তাঁকে এমন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁদের তিনি ছাড়বেন না। প্রিয় গায়ক মিষ্টি ধমক দিলেও অরিজিতের অনুরাগীরা কিন্তু তাঁকে ভালোবাসা দেওয়া থেকে বিরত থাকেননি। বরং যত সময় যাচ্ছে ততই সবার মনে নিজের স্থান আরও পাকা করে নিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

Arijit Singh's First Crush while he was only 10 years old

গান ছাড়াও নিজের মাটির মানুষের মতো ব্যবহারের মাধ্যমেও প্রচুর মানুষকে মুগ্ধ করেছেন অরিজিৎ। এত বড় তারকা হয়েও সাধারণ মানুষের মতো দিন কাটান এই গায়ক। মাঝেমধ্যেই জিয়াগঞ্জে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে দেখা যায় তাঁকে। অরিজিতের এই সব স্বভাবই তাঁকে আলাদা করে তোলে, মত অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥