• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনাথ শিশুকে দত্তক নিয়ে মানুষ করেছেন সন্তানস্নেহে, সত্যিই বড় মনের মানুষ এই ৮ বলিউড তারকা

Updated on:

Bollywood stars who have adopted orphan child

Bollywood Stars who Adopted Children: অনাথ শিশুদের (Orphan Child) কষ্ট দেখে ‘আহা উহু’ অনেকেই করে, তবে তাঁদের দত্তক (Adopt) নিয়ে নিজের সন্তানের মতো ভালোবাসা দিতে খুব কম মানুষই পারেন। মা-বাবাহারা শিশুদের আগলে বড় করাটা মোটেই চারটিখানি কথা নয়। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক (Bollywood Stars) তারকা আছেন যারা এটা করে দেখিয়েছেন। অনাথ শিশুদের দত্তক নেওয়াই শুধু নয়, তাঁদের নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছেন তাঁরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ বলিউড তারকার নাম।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)- বঙ্গ তনয় মিঠুন চক্রবর্তীর নয়নের মণি হল তাঁর মেয়ে। দিশানিকে ছাড়া এক মুহূর্ত চলে না অভিনেতা এবং তাঁর স্ত্রী যোগিতার। তবে অনেকেই জানেন না, দিশানি কিন্তু মিঠুনের নিজের সন্তান নয়। বরং ডাস্টবিন থেকে তাকে কুড়িয়ে পেয়েছিলেন অভিনেতা। এরপর তাঁকে দত্তক নিয়ে নিজের সন্তানের মতো বড় করেছেন মিঠুন।

Mithun Chakraborty daughter, Bollywood stars adopted child

সুস্মিতা সেন (Sushmita Sen)- বাংলা তথা গোটা ভারতের গর্ব সুস্মিতা সেনও খুব কম বয়সে দু’টি মেয়েকে দত্তক নিয়েছিলেন। রেনে এবং আলিশাকে ঘিরেই এখন আবর্তিত হয় অভিনেত্রীর জীবন। খুব কম মানুষই জানেন, মেয়েদের আপত্তির জন্যই আজ পর্যন্ত বিয়ে করেননি সুস্মিতা।

 আরও পড়ুনঃ ‘আমায় পালিয়ে বেড়াতে হচ্ছে, ছাড়বো না!’ কাদের নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং?

Sushmita Sen, Why Sushmita Sen never got married

সানি লিওন (Sunny Leone)- নীল ছবির দুনিয়া থেকে বলিউডে পা রেখেছেন সানি। নিজের প্রতিভার মাধ্যমে আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে গিয়েছেন তিনি। সেই সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন। তখন সেই শিশুকন্যার বয়স ছিল মাত্র ২১ মাস।

আরও পড়ুনঃ ২০০০ কোটি পারবে ‘জওয়ান’! সাফল্যের আশায় মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতির দরবারে শাহরুখ খান

Sunny Leone daughter, Bollywood stars adopted child

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী রবীনা ট্যান্ডনও দু’টি মেয়েকে দত্তক নিয়েছিলেন। সেই সময় অভিনেত্রীর বয়স খুবই কম ছিল। এখন রবীনার দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। এমনই অভিনেত্রী দিদিমাও হয়ে গিয়েছেন।

Raveena Tandon adopted daughters, Bollywood stars adopted child

প্রীতি জিন্টা (Preity Zinta)- বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে বিদেশেই সংসার পেতেছেন প্রীতি। অভিনেত্রীকে এখন বড়পর্দায় সেভাবে দেখা যায় না। অনেকেই জানেন না, ২০০৯ সালে একটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তিনি। সেই শিশুকন্যার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রীতি।

Preity Zinta adopted kids

সেলিম খান (Salim Khan)- সুপারস্টার সলমন খানের বাবা তথা নামী চিত্রনাট্যকার সেলিম খান নিজের মেয়ে অর্পিতাকে রীতিমতো চোখে হারান। কেউ বলতেই পারবে না, অর্পিতা আসলে তাঁর দত্তক সন্তান। নিজের সন্তানদের মতোই ভালোবাসা দিয়ে তাঁকে বড় করেছেন সেলিম।

Salim Khan and Arpita Khan, Bollywood stars adopted child

নীলম কোঠারি এবং সমীর সোনি (Neelam Kothari and Sameer Soni)- বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম হলেন নীলম এবং সমীর। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা।

Neelam Kothari and Sameer Soni adopted daughter, Bollywood stars adopted child

সেই নীলম এবং সমীর বিয়ের পর একটি ছোট্ট শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন। এখন তাঁকে ঘিরেই আবর্তিত হয় দু’জনের জীবন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥