• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাশ্মীর টু কন্যাকুমারী, ‘জওয়ান’ জ্বরে কাবু গোটা দেশ! প্রথম দিনে কত কামালো শাহরুখের সিনেমা?

Published on:

Shah Rukh Khan’s Jawan shows are going housefull in Kashmir Box Office Collection already 100 Cr plus

নর্থ থেকে সাউথ, গোটা দেশে রাজত্ব করছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করেছে এই সিনেমা। ভোর ৫টায় ছিল প্রথম শো। সেই কাকভোরেই ‘কিং খান’কে পর্দায় দেখতে ছুটে গিয়েছিলেন ভক্তরা। কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ থেকে শুরু করে কাশ্মীর- গোটা দেশে দেখা গিয়েছে একই চিত্র।

এমনিতে ভূস্বর্গে শাহরুখের ক্রেজ আকাশছোঁয়া। ‘পাঠান’র সময়েও কাশ্মীরের (Kashmir) মাল্টিপ্লেক্সে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। ‘জওয়ান’র ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। জানা গিয়েছে, ভূস্বর্গে মাত্র একটি মাল্টিপ্লেক্স রয়েছে। সেই মাল্টিপ্লেক্সে স্ক্রিন রয়েছে তিনটি। আসন সংখ্যা ৫২৩টি। সেই একটি মাল্টিপ্লেক্সেই ‘জওয়ান’র ৮টি শো চলছে। আর সেই ৮টি শো-ই হাউসফুল (Housefull)। এর থেকেই বুঝে নেওয়া যাচ্ছে, দর্শকদের মধ্যে ‘জওয়ান’র ক্রেজ ঠিক কতখানি।

Kolkata will have first show of Shah Rukh Khan’s Jawan at 5 am

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরের ৮০% শতাংশ দর্শক অনলাইনে টিকিট কেটেছেন। এই প্রসঙ্গে হল মালিক আব্দুল রউফ বলেন, শ্রীনগরে নতুন করে যেদিন থেকে সিনেমা হল ফের খোলা হয়েছে, সেদিন থেকে চারটি সিনেমার কোনোটিরই টিকিট পড়ে থাকেনি। সেই চারটি ছবি হল ‘পাঠান’, ‘অবতার দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘ওপেনহাইমার’ এবং ‘জওয়ান’। এছাড়া অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ও সেখানে ভালো ব্যবসা করেছে।

আরও পড়ুনঃ একেই বলে বাদশাহি কামব্যাক, রিলিজের দিনই ১০০ কোটি? নতুন ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’

দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’র হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছিল সেই সিনেমা। কিন্তু সিনেবিশেষজ্ঞদের অনুমান, ‘জওয়ান’ বক্স অফিস কালেকশনের (Box Office Collection) দিক থেকে ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ রিলিজ হতেই পর হল ছেলে! শাহরুখকে বুকে টেনে ভালোবাসায় ভরালেন ধর্মেন্দ্র

Jawan, Jawan box office collection

অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশনও বেশ নজরকাড়া। রিলিজের দিনই বক্স অফিসে ঝড় তুলে প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছে শাহরুখের ছবি। সপ্তাহান্তে সেই অঙ্কটা আরও বাড়বে বলে মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের। এক কথায়, ‘জওয়ান’র বিজয়রথ ছুটতে শুরু করে দিয়েছে, এবার কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥