• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জওয়ান’ রিলিজ হতেই পর হল ছেলে! শাহরুখকে বুকে টেনে ভালোবাসায় ভরালেন ধর্মেন্দ্র

Published on:

Dharmendra wishes Shah Rukh Khan for Jawan

গোটা দেশের সিনেপ্রেমী মানুষরা এখন ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাবু। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই সিনেমা। ‘পাঠান’র ব্লকবাস্টার সাফল্যের পর চলতি বছরের দ্বিতীয় রিলিজ নিয়ে হাজির হয়েছেন ‘বাদশা’। সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’ ভুলে এখন ‘জওয়ান’ নিয়ে মাতামাতি করছেন প্রত্যেকে।

বুধবার যেমন ‘জওয়ান’ রিলিজের আগে শাহরুখকে ভালোবাসায় ভরিয়ে দেন খোদ সানির বাবা তথা বলিউড (Bollywood) সুপারস্টার ধর্মেন্দ্র (Dharmendra)। বক্স অফিসে ছেলের সিনেমার সঙ্গে লড়াই হবে জেনেও, ‘কিং খান’কে শুভেচ্ছাবার্তা পাঠান প্রবীণ অভিনেতা। ৮৭ বছরের ধর্মেন্দ্রর এই ব্যবহারই মন জিতে নিয়েছে নেটিজেনদের।

Dharmendra wishes Shah Rukh Khan for Jawan

দেওল পরিবারের এই প্রবীণ সদস্য গতকাল টুইটারে লেখেন, ‘শাহরুখ বেটা। ‘জওয়ান’র সাফল্য কামনা করে তোমায় শুভেচ্ছা জানাই’। ‘শোলে’ অভিনেতার এই শুভেচ্ছাবার্তার পাল্টা জবাব দিয়েছেন শাহরুখও। ‘কিং খান’ প্রত্যুত্তরে লেখেন, ‘অনেক ভালোবাসা স্যার। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। শীঘ্রই আপনার থেকে একটা উষ্ণ আলিঙ্গন নিতে আসছি’।

আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু

আরও পড়ুনঃ ১৯ বছরের ছোট হয়েও শাহরুখের মা! ‘জওয়ানে’ শাহরুখ খানের সুন্দরী মায়ের আসল পরিচয় জানেন?

একটা সময় বলিউডের অন্দরে কান পাতলেই শাহরুখ-সানির মন কষাকষির খবর শুনতে পাওয়া যেত। ‘ডর’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই তারকা। তবে সানির অভিযোগ ছিল, নায়ক হওয়া সত্ত্বেও তাঁর চরিত্রকে তেমন গুরুত্ব দেননি যশ চোপড়া। বরং ‘ভিলেন’ শাহরুখকে বেশি গৌরবান্বিত করে দেখিয়েছিলেন তিনি। এই জন্য প্রায় দেড় দশক শাহরুখের সঙ্গে কোনও কথা বলেননি সানি।

Shah Rukh Khan and Sunny Deol

যদিও এখন সেসব ভুলে ফের একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন দুই তারকা। সম্প্রতি ‘গদর ২’র সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন ‘কিং খান’। ছবি দেখে নিজে ধর্মেন্দ্র-পুত্রকে ফোন করেছিলেন তিনি। সানি জানান, ‘গদর ২ দেখার পর শাহরুখ আমায় ফোন করেছিলেন। ও শুভ কামনাও জানিয়েছে। সিনেমা দেখে ও ভীষণ খুশি’। কয়েকদিন আগে #AskSRK সেশনে একজন নেটিজেন ‘কিং খান’কে প্রশ্ন করেন, ‘গদর ২’ দেখেছেন? সেখানেও অভিনেতা লিখেছিলেন, ‘হ্যাঁ দেখেছি, দারুণ লেগেছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥