• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে বাদশাহি কামব্যাক, রিলিজের দিনই ১০০ কোটি? নতুন ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’

Published on:

Shah Rukh Khan,Jawan,Bollywood,Box office collection,Bollywood movie,Movie,Bollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,শাহরুখ খান,জওয়ান,বক্স অফিস কালেকশন,বলিউড,বলিউড সিনেমা,সিনেমা,বলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Jawan box office collection,জওয়ান বক্স অফিস কালেকশন

তিন দশকের কেরিয়ারে এই প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan) যে বক্স অফিসে ঝড় তুলবে তা আগেভাগেই আঁচ করেছিলেন ‘কিং খান’ অনুরাগীরা। আর ঠিক তেমনটাই হল। রিলিজের দিন থেকেই বক্স অফিসে (Box Office) ‘জওয়ান’ রাজ শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গেই রেকর্ড ব্রেকিং আয় করে অনন্য নজিরও গড়তে চলেছে এই সিনেমা।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ‘জওয়ান’ ঝড় উঠেছে গোটা দেশে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে থিয়েটারে রিলিজ করেছে অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত এই ছবি। ‘জওয়ান’র অগ্রিম বুকিং দেখেই বোঝা গিয়েছিল, সিনেমাহল হাউসফুল হতে চলেছে। প্রত্যাশা মতো তেমনটাই হয়েছে। সেই সঙ্গেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির চোখধাঁধানো বক্স অফিস কালেকশনও (Box Office Collection)

Jawan trailer, Shah Rukh Khan in Jawan, Jawan box office collection

জনপ্রিয় এক সিনেবিশেষজ্ঞ জানিয়েছেন, রিলিজের দিনই ৭৫ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। তবে এটা কিন্তু গ্লোবাল বক্স অফিস কালেকশন নয়, বরং শুধু ভারতেই এত মোটা টাকার ব্যবসা করেছে শাহরুখের সিনেমা। এটা দেখে অনেকে বলে দিয়েছেন, বলিউডের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনিং পেতে চলেছে ‘জওয়ান’।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ রিলিজ হতেই পর হল ছেলে! শাহরুখকে বুকে টেনে ভালোবাসায় ভরালেন ধর্মেন্দ্র

ভোর ৫টা থেকে শাহরুখের সিনেমা দেখার জন্য থিয়েটার ভরাচ্ছেন সিনেপ্রেমী মানুষরা। যত সময় যাচ্ছে ততই বাড়ছে দর্শকদের ভিড়। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কলকাতায় মর্নিং শোয়ে প্রায় ৬৬% থিয়েটার ভর্তি ছিল। বাকি রাজ্যেও চিত্রটা কমবেশি একই। ‘জওয়ান’ ঘিরে সিনেপ্রেমী মানুষদের ক্রেজ ঠিক কতখানি তা এখান থেকেই বুঝে নেওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ তেল না দিলে পুরস্কার পাওয়া যায় না! ৪০ বছরে কোনো জাতীয় পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ কুমার শানু

Jawan, Jawan box office collection

প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত এই মেগা বাজেট ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন  সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ‘জওয়ান’র হাত ধরে বলিউড ডেবিউ করলেন তিনি। অন্যান্য নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বিজয় সেতুপতি, সান্যা মলহোত্রা, প্রিয়মণিদের। এছাড়া ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বলি সুন্দরী দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে, ব্লকবাস্টার হওয়ার সব ‘মশলা’ই রয়েছে ‘জওয়ান’এ। এবার এটাই দেখার, বক্স অফিসে আর কোন কোন নজির গড়ে ‘কিং খানে’র এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥