• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপিকা নয় প্রথম পছন্দ ছিল অন্যকেউ, ‘জাওয়ান’ রিজেক্ট করে আজ আফসোস করেন এই অভিনেত্রী!

Published on:

Shah Rukh Khan’s Jawan makers reportedly wanted to cast Aishwarya Rai Bachchan instead of Deepika Padukone

‘জওয়ান’র (Jawan) বিজয়রথ থামার কোনও নামই নেই। গত ৭ সেপ্টেম্বর থেকে ‘জওয়ান’ ঝড় উঠেছে গোটা দেশে। আসলে দেশ বললে ভুল হবে, বলা উচিত গোটা বিশ্বে। ‘বাদশা’ শাহরুখের (Shah Rukh Khan) ছবি দেখার জন্য বিদেশের সিনেমাহলেও উপচে পড়ছে সিনেপ্রেমী মানুষদের ভিড়। শাহরুখ, দীপিকা, নয়নতারার মতো একাধিক তারকাকে এক সিনেমায় দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই।

অ্যাটলি কুমার পরিচালিত এই ব্লকবাস্টার ছবিতে দীর্ঘদিন পর দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখকে। বিক্রম এবং তার ছেলে আজাদ, দুই ভূমিকাতেই অভিনয় করেছেন ‘কিং খান’। যদিও দুই চরিত্রে দুই ভিন্ন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে বিক্রমের নায়িকা হয়েছেন দীপিকা (Deepika Padukone), অপরদিকে আজাদের সঙ্গে প্রেম করতে দেখা গিয়েছে নয়নতারাকে।

Shah Rukh Khan and Deepika Padukone in Jawan

‘পাঠান’র পর ফের ‘জওয়ান’এ নজর কেড়েছে শাহরুখ-দীপিকার রসায়ন। ক্যামিও রোল হলেও আলাদা করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন দীপিকা। তবে আপনি কি জানেন, বিক্রমের নায়িকা হিসেবে তিনি কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। বরং আর এক বলিউড নায়িকাকে নিতে চেয়েছিলেন ‘জওয়ান’ মেকার্সরা।

আরও পড়ুনঃ দিদির থেকে বেশি সুন্দরী! বলিউড এই ৭ অভিনেত্রীর বোনকে দেখলে চোখ ফেরাতে পারবেন না গ্যারান্টি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, ঐশ্বর্য চরিত্রের জন্য ‘জওয়ান’ নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিন্তু তিনি ছবির অফার রিজেক্ট করে দেন। এরপর সেই ভূমিকায় দীপিকাকে কাস্ট করা হয়।

আরও পড়ুনঃ বিদেশে গিয়েও ভোলেননি ভারতীয় সংস্কৃতি! ভাইরাল মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কার গণেশ পুজোর ছবি

Aishwarya Rai Bachchan reportedly rejected Jawan

এই খবর সামনে আসার পর নেটিজেনদের একটি বিরাট অংশ আফসোস করতে শুরু করে দিয়েছে। ‘দেবদাস’র পর ফের শাহরুখ-ঐশ্বর্যকে একসঙ্গে দেখার সুযোগ মিস হওয়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছে তাঁদের। কেউ কেউ আবার এও দাবি করেছেন, ফিটনেসের কারণে কিংবা শুধুমাত্র নাচার জন্য একটি ছবি সই করতে চাননি ঐশ্বর্য।

আর সেই জন্যই ‘জওয়ান’র মতো মেগা বাজেট ছবি রিজেক্ট করে দিয়েছেন তিনি। নেটমাধ্যমে এই নিয়ে জোর চর্চা হলেও এখনও পর্যন্ত শাহরুখ কিংবা ঐশ্বর্য নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥