• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদির থেকে বেশি সুন্দরী! বলিউড এই ৭ অভিনেত্রীর বোনকে দেখলে চোখ ফেরাতে পারবেন না গ্যারান্টি

Published on:

Take a look at the beautiful sisters of 7 popular Bollywood actresses

বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা (Bollywood Actress) রয়েছেন যাদের পরিবারের সদস্যরা এখনও সাধারণ মানুষের মতো দিনযাপন করেন। ইন্ডাস্ট্রির লাইমলাইট থেকে দূরে নিজেদের শর্তে জীবন কাটান তাঁরা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর বোনই (Sister) যেমন লাইট-ক্যামেরা থেকে শত হস্ত দূরে থাকেন। অথচ রূপে-গুণে নায়িকা দিদিদের টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আছে তাঁদের। আজকের প্রতিবেদনে বলিউডের এমনই ৭ অভিনেত্রীর বোনেদের ছবি তুলে ধরা হল।

আনিশা পাড়ুকোন (Anisha Padukone)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দীপিকা পাড়ুকোন। সেই দীপিকার যে এক বোন রয়েছে তা অনেকেই জানেন না। ‘পাঠান’ নায়িকার বোনের নাম আনিশা। দিদি দীপিকার মতোই সুন্দরী সে।

Deepika Padukone and Anisha Padukone, Bollywood actress sisters

ইসাবেল কাইফ (Isabelle Kaif)- ক্যাটরিনা বোন ইসাবেলও ভীষণ রূপসী। অভিনেত্রী হিসেবে তেমন নাম না করতে পারলেও বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনের মুখ তিনি। মডেল হিসেবে বেশ নামডাক রয়েছে ইসাবেলের।

আরও পড়ুনঃ অহংকারই পতনের মূল! মাত্র ৮০ টাকায় মটন থালি নিয়ে নন্দিনীকে ওপেন চ্যালেঞ্জ ‘নতুন দিদি’র

Katrina Kaif and Isabelle Kaif, Bollywood actress sisters

আরও পড়ুনঃ স্বামী অমিতাভ বচ্চনকে অপমান! বিয়ের বহু আগেই রাজেশ খান্নাকে উচিত শিক্ষা দিয়ে ছিলেন জয়া বচ্চন

শগুন পান্নু (Shagun Pannu)- নিজের অভিনয় গুণে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছেন তাপসী পান্নু। তবে আপনি কি জানেন, তাপসীর বোন শগুনও একজন জনপ্রিয় অভিনেত্রী। বেশ কিছু দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Taapsee Pannu and Shagun Pannu, Bollywood actress sisters

খুশবু পাটানি (Khushboo Patani)- দিশা পাটানির প্রেমে মশগুল বহু পুরুষ। তিনি যে কতজনের ক্রাশ তা গুনে শেষ করা যাবে না। সেই দিশার বোন খুশবুকেও ভীষণ সুন্দরী দেখতে। দিশা একদিকে রাজত্ব করছেন বলিউডে, অন্যদিকে তাঁর বোন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। খুশবু পেশায় একজন আর্মি অফিসার।

Disha Patani and Khushboo Patani, Bollywood actress sisters

সুরিলি গৌতম (Surilie Gautam)- ইয়ামি গৌতমের বোন সুরিলিকেও ভীষণ সুন্দরী দেখতে। দিদি নামী অভিনেত্রী হলেও তিনি বরাবর পর্দার আড়ালেই থেকেছেন। তবে মাঝেমধ্যে ‘ভিকি ডোনর’ নায়িকার সোশ্যাল মিডিয়ায় সুরিলির ছবি দেখা যায়।

Yami Gautam and Surilie Gautam, Bollywood actress sisters

নূপুর শ্যানন (Nupur Sanon)- কৃতি শ্যাননের বোনকে হয়তো অনেকেই চেনেন। বেশ কিছু মিউজিক ভিডিও, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। রূপে-গুণে দিদির থেকে কোনও অংশে কম যান না নূপুর।

Kriti Sanon and Nupur Sanon, Bollywood actress sisters

খুশি কাপুর (Khushi Kapoor)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন। এবার পালা ছোট মেয়ে খুশির।

Janhvi Kapoor and Khushi Kapoor, Bollywood actress sisters

এতদিন ধরে নায়িকা হওয়ার প্রস্তুতি নেওয়ার পর এবার ‘দ্য আর্চিস’র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন খুশি। মা-দিদির মতো সাফল্য তিনি পান কিনা সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥