• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদেশে গিয়েও ভোলেননি ভারতীয় সংস্কৃতি! ভাইরাল মেয়েকে নিয়ে প্রিয়াঙ্কার গণেশ পুজোর ছবি

Published on:

Priyanka Chopra's daughter Malti's Ganesh puja

বলিউডের (Bollywood) দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।  কিন্তু বিয়ের পর এখন তিনি পাকাপাকিভাবেই মার্কিন মুলুকের বাসিন্দা। তবে দেশ থেকে দূরে থাকলেও দেশের সংস্কৃতি ভোলেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর  স্বামী নিক জোনাস (Nick Jonas) নিজে ভারতীয় না হলেও তিনি ঠাকুর দেবতা এবং পুজো পাটে নাকি প্রিয়াংকার থেকেও বেশি বিশ্বাস করেন।  একবার এক  সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা নিজেই।

তাই যে কোন শুভ কাজের আগে পুজোপাঠ করতে পছন্দ করেন নিক। এমনকি মেয়ে মালতীর নামকরণের সময়ও পুরোহিত দিয়ে নামকরণ করিয়েছিলেন নিক প্রিয়াঙ্কা। শুধু তাই নয় বাড়িতে নিয়ম করে লক্ষ্মীপূজো থেকে শিবরাত্রি করেন জোনাস দম্পতি। মার্কিন মুলুকে বসেই জোনাস দম্পতির এই পুজো পাঠ বারবার মন ছুঁয়ে যায় তাঁদের অনুরাগীদের।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস,Priyanka Chopra Jonas,মালতি মেরি চোপড়া জোনাস,Malti Marie Chopra Jonas,নিক জোনাস,Nick Jonas,গনেশ চতুর্থী,Ganesh Chaturthi,বলিউড,Bollywood,হলিউড,Hollywood

তাই প্রতিবারের মতো এবারও বাদ পড়লো না গণেশ চাতুর্থীতে গণেশ পুজোও। প্রতি বারের মতো এবারও সমস্ত নিয়ম মেনেই বিদেশের বাড়িতেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে (Malti Marie Chopra Jonas) সঙ্গে নিয়েই ছোট্ট গণেশ মূর্তির পুজো করতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়া কে। একেবারে সাদামাটা ভাবেই ঘরের শ্বেত পাথরের সিংহাসনে গণেশ মূর্তি স্থাপন করেছিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ শতদ্রুকে নিয়ে নোংরা বদনাম, পরাগের পর পলাশকেও শুটিয়ে লাল করল শিমূল, ফাঁস ধামাকা পর্ব

এতোটুকু বয়সেই মাকে পুজোপাটে সাহায্য করেছেন প্রিয়াঙ্কার মেয়ে মালতী। ছোট্ট একরত্তির এতটুকু বয়সে গণেশ বন্দনা দেখে নেটিজেনরা বলেছেন মা-বাবার মতই ঈশ্বরের ভক্তি রয়েছে মালতীর। সোশ্যাল মিডিয়ায় মালতীর গণেশ পুজোর বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে খেলনা গণু দাদাকে কখনও জড়িয়ে ধরে আদুরে পোজ  দিচ্ছে মালতী।

আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস,Priyanka Chopra Jonas,মালতি মেরি চোপড়া জোনাস,Malti Marie Chopra Jonas,নিক জোনাস,Nick Jonas,গনেশ চতুর্থী,Ganesh Chaturthi,বলিউড,Bollywood,হলিউড,Hollywood

আবার কখনও মায়ের কোলে বসেই আদর খাচ্ছে সে। মালতীর সাথে তার গণু দাদার ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন ‘একটা ছোট মেয়ে আর ওর গণপতি। যেখানেই যাই না কেন, আমাদের সঙ্গেই সবসময় থাকে।গণপতি বাপ্পা মোরিয়া।’ সেইসাথে এদিন সবাইকে গনেশ পুজোর শুভেচ্ছা জানাতেও ভোলেননি অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥