• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটি পার! নতুন রেকর্ড বানিয়ে ১৩ দিনেই মাথা ঘোরানো ইনকাম শাহরুখের ‘জওয়ান’র

শাহরুখ খানকে (Shah Rukh Khan) কেন বলিউডের (Bollywood) ‘বাদশা’ বলা হয় তা ফের একবার প্রমাণ করে দিল ‘জওয়ান’ (Jawan)। বক্স অফিস কালেকশনের নিরিখে ইতিমধ্যেই ‘ব্লকবাস্টার’ তকমা পেয়ে গিয়েছে এই সিনেমা। গত ৭ সেপ্টেম্বর থেকে গোটা বিশ্বে ‘জওয়ান’ ঝড় উঠেছে। রোজ বক্স অফিসে (Box Office) একের পর এক রেকর্ড ভেঙে চলেছে শাহরুখের ছবি।

‘জওয়ান’র অগ্রিম বুকিং দেখেই অনেক চলচ্চিত্র বিশেষজ্ঞ বলে দিয়েছিলেন, এই ছবি ১১০০ কোটির ‘পাঠান’কেও টপকে যাবে। তখন কিছু মানুষ সন্দেহ প্রকাশ করলেও, এখন যেভাবে ‘জওয়ান’র বিজয়রথ ছুটছে তা দেখে আর কারো মনে কোনও দ্বিধা নেই। রিলিজের ১৩ দিন পরেও বক্স অফিসে রাজত্ব করছে অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা।

   

Shah Rukh Khan Jawan movie box office collection report

বুধবার প্রযোজনা সংস্থা রেড চিলিজের তরফ থেকে ‘জওয়ান’র গ্লোবাল বক্স অফিস কালেকশন (Box Office Collection) শেয়ার করা হয়। তা দেখেই পরিষ্কার, খুব শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে এই ছবি। রিলিজের ১১ দিনের মাথায় ৮০০ কোটির গণ্ডি টপকে গিয়েছিল শাহরুখের সিনেমা। ১৩ দিনে ছবির আয় দাঁড়িয়েছে ৯০৭.৫৪ কোটি টাকায়।

আরও পড়ুনঃ আচমকাই দুঃসংবাদ, রহস্যজনক দুর্ঘটনায় প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা, শোকের ছায়া বলিউডে

আরও পড়ুনঃ পুজোর আগে স্ত্রীকে স্বপ্নাদেশ অভিষেকের! কী বললেন? নিজেই জানালেন সংযুক্তা

‘জওয়ান’র বক্স অফিস কালেকশনের ছবি শেয়ার করে রেড চিলিজের তরফ থেকে লেখা হয়েছে, ‘বক্স অফিসে ঠিক এভাবেই রাজত্ব করছেন বাদশা’। সেই সঙ্গেই যোগ করা হয়েছে একটি আগুনের ইমোজি। জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র ভারতে ৫০০ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’।

Jawan, Jawan box office collection, Jawan worldwide box office collection

এর মধ্যে হিন্দি ভাষায় আয় হয়েছে প্রায় ৪৫৮ কোটি টাকা। তামিল এবং তেলেগু থেকে এসেছে যথাক্রমে ২৭.৩৮ এবং ২৩.৩১ কোটি টাকা। ইতিমধ্যেই ভারতে সর্বোচ্চ আয়ের নিরিখে চতুর্থ হিন্দি ছবির শিরোপা দখল করে নিয়েছে ‘জওয়ান’। সামনে রয়েছে শুধু পাঠান, গদর ২ এবং বাহুবলী ২।

তবে বক্স অফিসে যেভাবে ‘জওয়ান’র বিজয়রথ ছুটছে তা দেখে পরিষ্কার শীঘ্রই এই তিন ছবিকে টপকে যাবে শাহরুখের সিনেমা। শীর্ষস্থানে থাকা ‘পাঠান’কে পিছনে ফেলে বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে ‘জওয়ান’। ‘কিং খান’ নিজের রেকর্ড কবে ভাঙেন এবার সেটাই দেখার।