• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিশন মঙ্গল’র পর এবার ‘মিশন মুন’, চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা আনছেন সুপারস্টার অক্ষয় কুমার!

Bollywood Movie On Chandrayaan-3: গত ২৩ আগস্ট ইতিহাস রচনা করেছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের নজির গড়েছে আমাদের দেশ। চন্দ্রযান-৩’র (Chandrayaan-3) সাফল্যে গর্বে বুক ভরে গিয়েছে সকল দেশবাসীর। এবার শোনা যাচ্ছে, এই কাহিনীই ফুটে উঠবে বড়পর্দায়। ইতিমধ্যেই ইসরোর ‘মুন মিশন’ (Moon Mission) নিয়ে সিনেমা তৈরির তোরজোড় শুরু করে দিয়েছে বলিউড (Bollywood)!

ল্যান্ডার বিক্রম (Lander Vikram) চাঁদের মাটি ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করে দেন সকলে। বিদেশ থেকে আসতে থাকে শুভেচ্ছাবার্তা। তখনই অনেক নেটিজেন দাবি করেছিলেন, এবার এটা নিয়েও সিনেমা বানাবে বলিউড। কেউ কেউ মজার ছলে মিম শেয়ার করে বলেছিলেন, অক্ষয় কুমার (Akshay Kumar) নাকি আগামী সিনেমার স্ক্রিপ্ট পেয়ে গিয়েছেন। এসবের মাঝেই শোনা গেল, সত্যি সত্যিই ‘মুন মিশন’র কাহিনী বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন নির্মাতারা।

   

Chandrayaan-3 movie, Akshay Kumar Chandrayaan-3 movie

জানা গিয়েছে, ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার ২৪ ঘণ্টা হতে না হতেই একাধিক পরিচালক এবং প্রযোজনা সংস্থা ‘চন্দ্রযান-৩’ নিয়ে সিনেমা তৈরির আগ্রহ দেখিয়েছেন। এমনকি বহু পরিচালক ইতিমধ্যেই এই বিষয়ে ছবি করার জন্য নিজেদের নামও রেজিস্টার করতে ছুটেছেন।

সূত্রের খবর, চন্দ্রযান-৩’র কাহিনী সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলার জন্য একাধিক প্রযোজক প্রোডিউসরস গিল্ড অফ ইন্ডিয়া, ইম্পা, আইএফটিপিসির অফিসে ভিড় জমিয়েছেন। এমনকি ছবির নাম পর্যন্ত রেজিস্টার করার আবেদন জমা পড়ে গিয়েছে। জানা গিয়েছে, যেসব নাম জমা পড়েছে তাদের মধ্যে রয়েছে ‘দ্য মুন মিশন’, ‘চন্দ্রযান-৩’, ‘ভারত চাঁদ পর’, ‘বিক্রম ল্যান্ডার’ ইত্যাদি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইতে শুরু করে দেয়।

Chandrayaan-3 movie, Akshay Kumar Chandrayaan-3 movie

এই প্রসঙ্গে ইম্পার একজন কর্মী জানিয়েছেন, প্রচুর আবেদন জমা পড়লেও মাত্র কয়েকটিকেই অনুমোদন দেবেন তারা। পুলওয়ামা অ্যাটাকের পরেও নাকি একই জিনিস হয়েছিল। তবে অনুমতি দেওয়ার আগে সম্পূর্ণ বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। যে আবেদনপত্রগুলি খাঁটি মনে হবে সেগুলিই শেষ পর্যন্ত অনুমোদন পাবে।