• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় স্তরে ফের গর্বিত বাংলা! অনন্য রেকর্ড গড়ে বঙ্গের নাম উজ্জ্বল করলেন সকলের প্রিয় শ্রেয়া ঘোষাল

Published on:

Famous singer Shreya Ghoshal wins fifth National Award creates this record

বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) আজ গোটা ভারতের গর্ব। শুধু এদেশেই নয়, গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। এই বঙ্গ তনয়ার কণ্ঠে মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। ৮ থেকে ৮০ সবাই শ্রেয়ার গানের ফ্যান। সম্প্রতি নিজের তুখোড় গায়কীর জন্য জাতীয় পুরস্কারে (National Award) ভূষিত হয়েছেন তিনি। সেই সঙ্গেই একটি অনন্য নজির (Record) গড়েছেন এই বঙ্গ তনয়া।

বৃহস্পতিবার পঞ্চমবারের জন্য জাতীয় পুরস্কার জিতেছেন শ্রেয়া। ৬৯তম জাতীয় পুরস্কারের জুরির তরফ থেকে জানানো হয়, ‘ইরাভিন নিঝহল’ সিনেমার ‘মায়াব ছায়াভা’ গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গারের খেতাব জিতেছেন গায়িকা। বিজয়ী হিসেবে শ্রেয়ার নাম ঘোষণা হওয়ার পর গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে। গায়িকার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন তাঁকে।

Shreya Ghoshal, Shreya Ghoshal National Award, Shreya Ghoshal National Award record

২০০০ সালে ‘দেবদাস’ ছবির ‘বেহরি পিয়া’ গানের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জিতেছিলেন শ্রেয়া। এরপর ‘পহেলি’ সিনেমার ‘ধীরে জ্বলনা’ এবং ‘জব উই মেট’র ‘ইয়ে ইশক হায়’র জন্য পুরস্কৃত হন তিনি। ২০১০ সালে ফের দু’টি গানের জন্য জাতীয় পুরস্কার যেতেন এই বঙ্গ তনয়া। বাংলা সিনেমা ‘অন্তহীন’র ‘ফেরারি মন’ এবং মারাঠি ছবি ‘জোগভা’র ‘জিব দংলা’র জন্য জাতীয় পুরস্কার আসে শ্রেয়ার ঝুলিতে।

Shreya Ghoshal, Shreya Ghoshal National Award, Shreya Ghoshal National Award record

এরপর দেখতে দেখতে কেটে যায় প্রায় ১৩ বছর। এই সময়কালে কোনও জাতীয় পুরস্কার জেতেননি শ্রেয়া। অবশেষে প্রায় দেড় দশকের অপেক্ষা শেষে এই বছর ফের পুরস্কৃত হন তিনি। সেই সঙ্গেই পাঁচবার জাতীয় পুরস্কার জেতার এক বিরল নজির গড়েন এই বাঙালি গায়িকা। সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার জয়ী গায়িকার তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।


শুনলে অবাক হবেন, জাতীয় পুরস্কার জয়ের নিরিখে ভারতীয় সঙ্গীত দুনিয়ার একাধিক কিংবদন্তি গায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন শ্রেয়া। লতা মঙ্গেশকর (৩ বার), আশা ভোঁসলে (২ বার), অলকা ইয়াগনিকের (২ বার) মতো তারকারা জাতীয় পুরস্কার জয়ের নিরিখে শ্রেয়ার থেকে পিছিয়ে আছেন। গায়িকা হিসেবে এটা যে শ্রেয়ার একটি বিশাল প্রাপ্তি তা নিয়ে সত্যিই কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥