• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ থুবড়ে পড়ল ‘ডানকি’! প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে হতাশ শাহরুখ ভক্তরা

চার বছর পর বাদশাহি কামব্যাক করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বছরের শুরুতে রিলিজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দু’টিই বক্স অফিসে সুপারহিট হয়েছে। তেমনটাই আশা করা হয়েছিল ‘ডানকি’র (Dunki) থেকেও। তবে প্রথম দিন বক্স অফিসে তেমন ঝড় তুলতে পারলো না ‘কিং খান’র এই সিনেমা। ‘সালার’ ঝড়ে বরং কিছুটা ফিকেই দেখালো শাহরুখ-ম্যাজিক!

বড়দিনের আবহে একইসঙ্গে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘ডানকি’ এবং ‘সালার’। বলিউড সুপারস্টার শাহরুখের প্রতিপক্ষ এবার দক্ষিণী সুপারস্টার প্রভাস। আগেই বোঝা গিয়েছিল, লড়াইটা এবার সমানে সমানে হতে চলেছে। ঠিক তেমনটাই হল। ‘সালার’র সঙ্গে লড়াইয়ে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের (Box Office Collection) নিরিখে অনেকটাই পিছিয়ে পড়লো ‘বাদশা’র সিনেমা।

   

Shah Rukh Khan Taapsee Pannu Vicky Kaushal Dunki Teaser

এই বছর শাহরুখের তিনটি সিনেমা রিলিজ করেছে। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ হাজার কোটির গণ্ডি টপকে গিয়েছে। সেই তুলনায় ‘ডানকি’ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা যেন কিছুটা কমই ছিল। প্রথম দিনের বক্স অফিস কালেকশনেও দেখা গেল এই চিত্র। অগ্রিম বুকিংয়ে ‘ডানকি’ মাত্র ১৫ কোটি টাকা আয় করেছিল বলে খবর।

আরও পড়ুনঃ টাকার বন্যা বয়ে যাবে! বক্স অফিস কাঁপাতে একসাথে সানি-সালমান, সুখবর পেতেই উচ্ছসিত ভক্তরা

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রথম দিন মাত্র ৩০ কোটি টাকা আয় করেছে ‘ডানকি’। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে প্রথমদিনের বক্স অফিস কালেকশনের বিচারে সপ্তম স্থানে রয়েছে শাহরুখের এই ছবি। ‘জওয়ান’, ‘অ্যানিমাল’, ‘পাঠান’, ‘টাইগার’, ‘গদর ২’ তো বটেই, ‘আদিপুরুষ’র থেকেও পিছিয়ে রয়েছে এই সিনেমা।

Shah Rukh Khan Dunki movie budget

প্রসঙ্গত, এই প্রথম রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। দু’জনেই ইন্ডাস্ট্রির সঙ্গে বহু বছর ধরে যুক্ত, তবে একসঙ্গে কাজ করেননি তাঁরা। ‘ডানকি’র সুবাদে সেটা হয়ে গেল। ‘মুন্নাভাই’, ‘৩ ইডিয়টস’ পরিচালকের সঙ্গে কাজ করে ফেললেন ‘বাদশা’।

আরও পড়ুনঃ গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

এই সিনেমায় শাহরুখ ছাড়াও বলিউডের আরও বহু জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানির মতো তারকারা আছেন ‘ডানকি’তে। মাল্টিস্টারার এই ছবি প্রথম দিন বক্স অফিসে সেভাবে রাজত্ব না করতে পারলেও ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।