• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার বন্যা বয়ে যাবে! বক্স অফিস কাঁপাতে একসাথে সানি-সালমান, সুখবর পেতেই উচ্ছসিত ভক্তরা

Published on:

Salman Khan cameo in Gadar 2 actor Sunny Deol film Safar

‘গদর ২’র হাত ধরে আবারো উত্থান হয়েছে ‘ঢাই কিলো হাত’র মালিক সানি দেওলের (Sunny Deol)। একটা সময় তাঁকে ভুলতে বসেছিল ইন্ডাস্ট্রি। তবে এই ব্লকবাস্টার ছবির হাত ধরে ধরম-পুত্র প্রমাণ করে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। এখনও অনেক হিট দেওয়া বাকি আছে তাঁর। এবার সানির আসন্ন ছবি নিয়েই শোনা গেল একটি বিরাট আপডেট।

‘গদর ২’ (Gadar 2) হিট হওয়ার পর থেকে চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সানির ডিম্যান্ড বেড়ে গিয়েছে। তাঁকে নিয়ে কাজ করতে চাইছেন বি টাউনের একাধিক জনপ্রিয় চলচ্চিত্রকার। এবার শোনা গেল, একসঙ্গে বড়পর্দায় হাজির হতে চলেছেন সানি দেওল এবং সলমন খান (Salman Khan)! হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই মহারথীকে এক ছবিতে দেখা যাবে শুনে বেশ খুশি হয়েছেন ভক্তরা।

Salman Khan and Sunny Deol in Safar movie

গুঞ্জন শোনা যাচ্ছে, সানির হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। আগামী এই প্রোজেক্টগুলি নিয়ে বেশ ব্যস্ত আছেন অভিনেতা। এর মধ্যে একটি সিনেমা হল ‘সফর’ (Safar)। এই ছবিতেই নাকি ধরম-পুত্রের সঙ্গে দেখা যাবে সলমনকে।

 আরও পড়ুনঃ ‘অ্যানিমাল’ অতীত, এবার শ্রীরাম রূপে দর্শকদের সামনে আসছেন রণবীর! ফাঁস শ্যুটিং শুরুর দিনক্ষণ

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই খবর। খবর মিলেছে, সানির এই ছবিতে ক্যামিও করতে দেখা যাবে ভাইজানকে। সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর জানুয়ারি মাস থেকে নিজের ক্যামিও শ্যুটিং করবেন অভিনেতা।

Salman Khan and Sunny Deol in Safar movie

সলমনের কেরিয়ারের নিরিখে বলা হলে, ভাইজানকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ ছবিতে। ফ্লপের খরা কাটিয়ে এই সিনেমার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেতা। বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়েছে অভিনেতার। এখন নিজের আগামী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সলমন। পাশাপাশি ‘বিগ বস’র সঞ্চালনা তো রয়েছেই।

আরও পড়ুনঃ গল্পের মাথামুণ্ডু নেই, শুধুই হিংসা আর যৌনতা! ৪০০ কোটির ‘অ্যানিমাল’ নিয়ে বিস্ফোরক আমির খান

অপরদিকে সানি দেওলের হাতেও এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। আগামী প্রোজেক্টের কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন অভিনেতা। ‘গদর ২’র সাফল্যের পরম্পরা ধরে রাখতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন ধরম-পুত্র। দেখা যাক, বড়পর্দায় সানি-সলমনের যুগলবন্দি কেমন লাগে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥