• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-নয়নতারার কেমিস্ট্রি থেকে ‘ছাইয়া ছাইয়া’ টুইস্ট! ‘জওয়ান’র গান রিলিজ হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Shah Rukh Khan Nayanthara Jawan movie song Not Ramaiya Vastavaiya is out now

Jawaan New Song Not Ramaiya Vastavaiya : ‘পাঠান’র ব্লকবাস্টার সাফল্যের পর এখন ‘জওয়ান’ (Jawan) রিলিজের তোরজোড় করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমা ‘বাদশা’র কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি। মেগা বাজেট ‘জওয়ান’এ দক্ষিণী সুন্দরী নয়নতারার (Nayanthara) সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার। ‘চলেয়া’ গানে তাঁদের রোম্যান্স প্রশংসা আদায় করেছিল দর্শকদের। এবার ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’য় (Not Ramaiya Vastavaiya) নজর কাড়ল তাঁদের উষ্ণ রসায়ন।

বুধবার ‘জওয়ান’র গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট আয়োজিত হওয়ার কথা। তবে সেই অনুষ্ঠানের আগে মঙ্গলবার রিলিজ (Release) করল ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটি। ‘জওয়ান’র প্রথম দুই গান ‘জিন্দা বান্দা’ এবং ‘চলেয়া’ বেশ ভালোলেগেছিল দর্শকদের। ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ও নিরাশ করলো না। সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই গান সংক্রান্ত নানান পোস্ট চোখে পড়ছে।

Not Ramaiya Vastavaiya, Jawan song Not Ramaiya Vastavaiya

‘জওয়ান’র নতুন গানের নাম শুনে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফির গাওয়া আইকনিক ‘রামাইয়া ভাস্তাভাইয়া’র রিমেক হতে চলেছে। তবে রিলিজের পর দেখা গেল মোটেই তেমনটা নয়। এটি আদ্যোপান্ত একটি নতুন গান। শাহরুখের ছবির এই পার্টি নাম্বারটি গেয়েছেন বিশাল দদলানি, শিল্পা রাও এবং ‘জওয়ান’র মিউজিক কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দ্র।

আরও পড়ুনঃ ২ টাকার টিকিটেই ৩৫ কোটি আয়! এখন রিলিজ করলে ‘শোলে’ কত আয় করতো জানেন?

Not Ramaiya Vastavaiya, Jawan song Not Ramaiya Vastavaiya

‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’য় দেখা যাচ্ছে, একটি নাইট ক্লাবে নাচছেন শাহরুখ খান। তাঁকে ঘিরে রেখেছেন একাধিক মেয়ে। গানের প্রথম ভাগে শাহরুখ একাই রয়েছেন, দ্বিতীয় ভাগে এন্ট্রি হয় নয়নতারার। এরপর থেকে গোটা গান জুড়ে রয়েছে রয়েছে তাঁদের উষ্ণ রসায়ন।

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

‘জওয়ান’র এই নতুন গান মোটের ওপর দর্শকদের ভালোলাগলেও অনেকে আবার এই গানের সঙ্গে ‘ওয়ার’ ছবির ‘ঘুঙরু’ এবং ‘পাঠান’র ‘বেশরম রঙ’র মিল খুঁজে পেয়েছেন। তবে প্রায় ৩ মিনিটের এই গানে সবচেয়ে বেশি যে অংশটি নজর কেড়েছে তা হল শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’য় কোমর দোলানো।

‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’য় এই ‘ছাইয়া ছাইয়া’ টুইস্ট বেশ ভালোলেগেছে দর্শকদের। প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত এই ছবি আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে। চলতি সপ্তাহান্তে মুক্তি পেতে পারে ‘জওয়ান’ বহুপ্রতীক্ষিত ট্রেলার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥