• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় না করেই কোটিপতি! কত মাইনে পান শাহরুখ খানের ম্যানেজার? জানলে মাথা ঘুরে যাবে

Updated on:

Shah Rukh Khan Maneger Pooja Dadlani Gurnani`s Salary might shock you

Shah Rukh Khan Manager Pooja Dadlani Gurnani : বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan) বিগত বেশ কিছুদিন ধরে শিরোনামে রয়েছেন। চার বছর পর ধামাকাদার কামব্যাক করেছিলেন পাঠান ছবি দিয়ে। তারপর ‘জওয়ান’ একেরপর এক রেকর্ড ভেঙেই চলেছে। ইতিমধ্যেই নাকি প্রায় ৩৫০ কোটি ছুঁয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার বক্স অফিস কালেকশন। তবে শাহরুখ খানের সাথে থেকেই বিশ্ব বিখ্যাত হয়ে গিয়েছেন আরও একজন। তিনি হলেন বলিউডের বাদশাহর ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani Gurnani)

শাহরুখ খান যেমন একটা ছবিতে কোটি কোটি টাকা রোজগার করেন। তেমনই তার ম্যানেজার পূজাকেও বছরে কয়েককোটি টাকা মাইনে হিসেবে দেন বাদশাহ। পূজা বছরে যে টাকা যায় করেন সেটা জানলে যে কোনো সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যেতে পারে। গুজব রয়েছে মাসে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা অর্থাৎ বছরে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক পান পূজা দাদলানি শাহরুখ খানের ম্যানেজার হবার জন্য।

তবে পূজা যে শাহরুখ খানের থেকেই এই বিপুল পরিমাণ টাকা মাইনে পান কি না তা নিশ্চিত নয়। তবে শাহরুখের ম্যানেজার হবার পাশাপাশি পূজার স্বামীর গয়নার ব্যবসা রয়েছে। সেখান থেকেও মোটা অঙ্কের টাকা রোজগার করেন পূজা এমনটাই মনে করা হয়। মাঝে আরিয়ান মাদক মামলায় গ্রেফতার হবার পর পূজা দাদলানি সম্পর্কে চর্চা বেড়ে গিয়েছিল অনেকটাই।

আরও পড়ুনঃ রঞ্জিত মল্লিকের নকল করে চাপকানো! জাওয়ানে শাহরুখ এর ফাইট সিন ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়

Shah Rukh Khan,Pooja Dadlani Gurnani,Shah Rukh Khan Manager Salary,Bollywood Gossip,শাহরুখ খান,পূজা দাদলানি গুরনানি,শাহরুখ খানের ম্যানেজার

আরও পড়ুনঃ জাওয়ানের রেকর্ড ভেঙে তৈরী হবে নতুন ইতিহাস! বলিউডকে হুঙ্কার দিয়ে প্রকাশ্যে ‘পুষ্পা ২’ রিলিজের দিনক্ষণ

যেমনটা জানা যায় ২০১২ সাল থেকেই শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। তার সাথেই দেশে বিদেশে ঘুরে বেড়ান পূজাও। অভিনেতা কখন কোথায় যাবেন কখন কাকে শুটিংয়ের ডেট দেওয়া আছে সবটাই সামলান পূজা। এমনকি শাহরুখের টিম কলকাতা নাইট রাইডার্স এর দায়িত্বও সামলান পূজা।

অনেকেই হয়তো জানেন না পূজা ও শাহরুখ খানের জন্মদিন একই দিনে। ১৯৮৩ সালের ২রা নভেম্বর মুম্বাইতেই জন্ম গ্রহণ করেছিলেন পূজা। তাই জন্মদিনে পূজাকে দামি উপহারও দেন শাহরুখ। দীর্ঘদিন ধরে একইসাথে থাকতে থাকতে পরিবারেরই একজন হয়ে গিয়েছেন পূজা। তাই শাহরুখের পরিবারে কোনো শুভ কাজে সর্বদাই থাকেন পূজা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥