• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাওয়ানের রেকর্ড ভেঙে তৈরী হবে নতুন ইতিহাস! বলিউডকে হুঙ্কার দিয়ে প্রকাশ্যে ‘পুষ্পা ২’ রিলিজের দিনক্ষণ

Published on:

Allu Arjun starrer Pushpa 2 release date announced to clash with Singham Again

Pushpa 2 Release Date : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি হল ‘পুষ্পা’ (Pushpa)। ব্লকবাস্টার এই সিনেমার হাত ধরে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছেন তিনি। ‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পর থেকেই ছবির সিক্যুয়েলের অপেক্ষা করছিলেন দর্শকরা। কবে রিলিজ করবে ‘পুষ্পা ২’ (Pushpa 2)? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সিনেপ্রেমীদের মনে। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই দিন।

প্রায় বছর খানেক ধরে ‘পুষ্পা ২’র রিলিজ ডেট (Release Date) নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকে রিলিজ করবে আল্লুর সিনেমা। এরপর শোনা যায়, আগামী বছর জুলাই মাস নাগাদ মুক্তি পাবে ছবি। অবশেষে সব জল্পনায় ইতি টেনে নির্মাতারা নিজেই মেগা বাজেট এই ছবির রিলিজ ডেট জানিয়ে দিলেন।

Pushpa 2, Pushpa 2 release date

গত কয়েক মাস ধরে ‘পুষ্পা ২’র শ্যুটিং করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানারা (Rashmika Mandanna)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ফার্স্ট লুক এবং হাইভোল্টেজ টিজার। এরপর অপেক্ষা ছিল শুধু রিলিজ ডেট ঘোষণার। সেই কাজটাও এবার করে ফেললেন নির্মাতারা।

আরও পড়ুনঃ ভুটানের রাজার দেহরক্ষী থেকে শাহরুখের সাথে অভিনয়! পর্দা নয় বাস্তবের ‘জওয়ান’কে চেনেন?

Pushpa 2, Pushpa 2 release date

আরও পড়ুনঃ বক্স অফিসে খোদাই হল নতুন ইতিহাস! রবিবারে সবাইকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’

সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা ২’র নতুন একটি পোস্টার শেয়ার করে ছবির রিলিজ ডেট ঘোষণা করা হয়। ছবিতে শুধু একটি হাত দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গেই লেখা রয়েছে রিলিজ ডেট। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিনটা মনে রেখো। ১৫ আগস্ট ২০২৪- ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে রিলিজ করতে চলেছে। বক্স অফিসে ঝড় তুলতে ফের আসছে পুষ্পা রাজ’।


আল্লু অর্জুনের এই মেগা বাজেট সিনেমার রিলিজ ডেট ঘোষণা হতেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন অনুরাগীরা। তবে অনেকে আবার খানিক চিন্তাতেও পড়ে গিয়েছেন। কারণ একই দিনে রিলিজ করবে অজয় দেবগণের ‘সিংঘম এগেইন’ (Singham Again) তথা ‘সিংঘম ৩’। দীর্ঘ সময় পর বক্স অফিসে দুই সুপারস্টারের টক্কর হতে চলেছে। শেষ হাসি কে হাসবেন? উত্তর পাওয়া যাবে ছবি রিলিজের পর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥