• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রঞ্জিত মল্লিকের নকল করে চাপকানো! জাওয়ানে শাহরুখ এর ফাইট সিন ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়

Updated on:

Shah Rukh Khan Jawan fight Scene inspired by Ranjit Mallick meme viral on internet

Jawan Fight Scene : বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) ‘জাওয়ান’ (Jawan) মুক্তির পর থেকেই আগুন ব্যবসা করে চলেছে বক্স অফিসে। অনুরাগীদের প্রত্যাশা মতোই অবশেষে কিং ইজ ব্যাক। জওয়ান সিনেমায় দেখা গিয়েছে শাহরুখ খানের মোট ১১ টি অবতার। সিনেমায় অভিনেতার প্রত্যেকটা লুকই ছিল একেবারে নজরকাড়া।

প্রায় ষাটের কোটায় পৌঁছেও এই সিনেমা জুড়ে তাঁর ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স রীতিমতো ভীত নাড়িয়ে দিয়েছে তাবড়  দক্ষিণী সুপারস্টারদেরও। সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত নিত্যনতুন টুইস্টে ভরা। যা থেকে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারবে না দর্শক। বিশেষ সিনেমার ইন্টারভালের ঠিক আগে পরিচালক অ্যাটলি কুমার যে এভাবে চমকে দেবেন তা ঘুনাক্ষরেও টের পায়নি কেউই।

বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan,জাওয়ান,Jawan,শত্রু,Shatru,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,বেল্ট,Belt

‘জাওয়ান’এর হাত ধরেই বক্স অফিসে নিত্যনতুন রেকর্ড গড়ছেন কিং খান। প্রথম দিনেই সেরা ওপেনিং হিন্দি সিনেমার তকমা জুড়েছিল ‘জওয়ান’-এর  নামের সাথে। দ্বিতীয় দিনে বিশ্ব জুড়ে ছবিটির মোট সংগ্রহ ২০০ কোটি বলেই অনুমান।তাই এই মুহূর্তে রীতিমতো নোট বৃষ্টিতে ভিজছে  শাহরুখ খানের জওয়ান। সপ্তাহের শেষে অঙ্কটা যে বাড়বে তা বলাই বাহুল্য। এই সিনেমায় পরিচালক বুঝিয়ে দিয়েছেন পর্দায় শাহরুখ খান থাকলে তিনি একাই একশো। তাই দেশজুড়ে জাওয়ানের জয়জয়কারই  বলে দিচ্ছে বড়পর্দায় শাহরুখ ম্যাজিক আজও অব্যাহত।

আরও পড়ুনঃ জাওয়ানের রেকর্ড ভেঙে তৈরী হবে নতুন ইতিহাস! বলিউডকে হুঙ্কার দিয়ে প্রকাশ্যে ‘পুষ্পা ২’ রিলিজের দিনক্ষণ

সব মিলিয়ে গোটা দেশবাসী যখন জওয়ান সিনেমার সাফল্যে উচ্ছসিত তারই  মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাওয়ান সিনেমার একটি দৃশ্য। সিনেমায় কিং খানের অ্যাকশন সিকোয়েন্সের একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোমর থেকে বেল্ট খুলে কালী গুন্ডার শাগরেদদের পিটিয়ে ধরাশায়ী করে দিয়েছেন পর্দার বিক্রম রাঠোর। যা দেখে বাংলার সিনেমা প্রেমীদের মনে পড়ে গিয়েছে, ‘শত্রু’ সিনেমায় রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কথা।

আরও পড়ুনঃ ভুটানের রাজার দেহরক্ষী থেকে শাহরুখের সাথে অভিনয়! পর্দা নয় বাস্তবের ‘জওয়ান’কে চেনেন?

বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan,জাওয়ান,Jawan,শত্রু,Shatru,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,বেল্ট,Belt

এই সিনেমায় পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল কোমর থেকে বেল্ট  খুলে গুন্ডাদের সুঁটিয়ে লাল করে দিয়েছিল।তাই রঞ্জিত মল্লিককে অনেকেই বাংলা সিনেমার ‘বেল্ট ম্যান’ বলে থাকেন।  জাওয়ান সিনেমাতেও খোদ বলিউড বাদশাকে রঞ্জিত মল্লিকের স্টাইলে মারধর করতে দেখে  ইতিমধ্যেই  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানান ধরনের মিম।

এমনই একটি মিমে দেখা যাচ্ছে এক দিকে শাহরুখ খান কোমর থেকে বেল্ট খুলে গুন্ডাদের মেরে শায়েস্তা করছেন। আর  অন্যদিকে মুখে চওড়া হাসি নিয়েই  রঞ্জিত মল্লিক বলছেন তিনি ‘গর্বিত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥