• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুটানের রাজার দেহরক্ষী থেকে শাহরুখের সাথে অভিনয়! পর্দা নয় বাস্তবের ‘জওয়ান’কে চেনেন?

Published on:

Shah Rukh Khan Jawan movie Police officer Sangay Tsheltrim real identity

Jawaan : ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাবু এখন গোটা দেশ। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ‘কিং খান’ তো বটেই, এই ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় তারকা। এমনই একজন অভিনেতা হলেন সাঙ্গে শেলট্রিম (Sangay Tsheltrim)। ‘জওয়ান’ ছবিতে পুলিশ (Police) আধিকারিকের চরিত্রে নজর কেড়েছেন তিনি।

‘জওয়ান’এ মেট্রো হাইজ্যাকের দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে? সকলে নিজের কাজে যাওয়ার জন্য ছুটছেন। ঠিক সেই সময় হাইজ্যাক হয়ে যায় মুম্বই মেট্রো। এরপর দেখা যায়, ধীরে ধীরে এগিয়ে আসছে আজাদ। সেই সময়ই একজন পুলিশ তাঁকে ‘বুড়ো’ বলে সম্বোধন করেন। তা শোনা মাত্রই শাহরুখ বলে ওঠেন, ‘বুড়ো হবে তোর বাপ’। এই সংলাপ এখন দর্শকদের মুখে মুখে ঘুরছে। সেই সঙ্গেই নজর কেড়েছে পুলিশ আধিকারিকের অভিনয়।

Shah Rukh Khan and Sangay Sheltrim, Jawan Sangay Sheltrim

সুদর্শন এই অভিনেতা আসলে কে? সেই প্রশ্ন জেগেছে অনেকের মনে। জানিয়ে রাখি, ‘জওয়ান’ ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করা সাঙ্গে আসলে ভুটানের বাসিন্দা। ২০ বছর আগে রয়্যাল ভুটান আর্মিতে নিযুক্ত হন তিনি। ৫ বছর সেখানকার রাজার দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন। এরপর সেই কাজ থেকে বিরতি নিয়ে শরীরচর্চার দিকে ঝুঁকে পড়েন।

আরও পড়ুনঃ ‘আমি খুব একটা সুবিধের লোক নই’, সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বিস্ফোরক রূপঙ্কর বাগচি

Sangay Sheltrim, Jawan Sangay Sheltrim

আরও পড়ুনঃ বিদ্যুতের বিল দিয়ে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনলে আঁতকে উঠবে আমজনতা

আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তে থাকে সাঙ্গের। এরপর বন্ধুদের পরামর্শ মেনে অভিনয় জগতে পা রাখেন বাস্তবে জীবনের ‘জওয়ান’ সাঙ্গে। ‘সিঙ্গে’, ‘রোহিঙ্গা- পিপল ফ্রম নো হোয়্যার’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপরেই ঘুরে যায় সাঙ্গের ভাগ্যের চাকা। সোজা সুপারস্টার সলমন খানের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যান তিনি।

Sangay Sheltrim, Jawan Sangay Sheltrim

ভাইজানের ‘রাধে’ ছবিতে অভিনয় করেন সাঙ্গে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বক্স অফিসে ব্যর্থ হলেও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। আস্তে আস্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে থাকেন সাঙ্গে। সলমনের পর এখন শাহরুখের সঙ্গেও কাজ করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দিন দিন বাড়ছে অভিনেতার জনপ্রিয়তা। যদিও এরপর সাঙ্গেকে কোন ছবিতে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥