• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদ্যুতের বিল দিয়ে কেনা যাবে আস্ত ফ্ল্যাট! এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনলে আঁতকে উঠবে আমজনতা

Published on:

Take a look at electricity bills paid by these 10 Bollywood actors

Bollywood Stars Electricity Bill: বলিউড (Bollywood) তারকা মানেই সে লাক্সারি জীবনযাপন করবে, একথা তো সকলেই জানেন। উপার্জন যত বেশি হবে, ততই বাড়বে খরচের পরিমাণও। শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের রাজকীয় বাড়ি ‘মন্নত’, ‘জলসা’র কথা সকলেই জানেন, কিন্তু সেই বাড়ির খেয়াল রাখতে প্রত্যেক মাসে কত টাকা খরচ হয় জানেন? আজকের প্রতিবেদনে বি টাউনের ১০ তারকার (Bollywood Stars) মাসিক ইলেকট্রিক বিলের (Electricity bill) তথ্য তুলে ধরা হল, যা দেখলে আপনার পিলেও চমকে উঠতে পারে।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন ‘শেহেনশাহ’ অমিতাভ। ‘বিগ বি’ ‘জলসা’ নামের এক বিলাসবহুল বাংলোয় সপরিবারে থাকেন। জানা গিয়েছে, এই বাংলোর মাসিক ইলেকট্রিক বিল আসে প্রায় ২২ লাখ টাকা।

Amitabh Bachchan house, Bollywood stars electricity bill

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif)- মুম্বইয়ের একটি ৪ কামরার লাক্সারি ফ্ল্যাটে থাকেন ভিকি এবং ক্যাটরিনা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক মাসে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা বিদ্যুতের বিল দেন দু’জনে।

Katrina Kaif Vicky Kaushal house, Bollywood stars electricity bill

সলমন খান (Salman Khan)- ‘গ্যালাক্সি’ নামের একটি লাক্সারি অ্যাপার্টমেন্টে সপরিবারে থাকেন সলমন খান। সল্লুর বাড়ির সদস্য সংখ্যা নেহাত কম নয়। তাই মাস গেলে মোটা টাকা বিদ্যুতের বিল দিতে হয় তাঁকে। জানা গিয়েছে, প্রত্যেক মাসে কারেন্টের পিছনে ২৩ লাখ টাকা খরচ হয় ভাইজানের।

Salman Khan house, Bollywood stars electricity bill

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone)- শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বের বহু জায়গায় নিজস্ব অ্যাপার্টমেন্ট রয়েছে দীপিকার। তবে তিনি স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মুম্বইয়েই থাকে। জানা গিয়েছে, এই তারকা জুটি প্রত্যেক মাসে প্রায় ১৩ লাখ টাকা বিদ্যুতের বিল দেন।

Ranveer Singh Deepika Padukone house, Bollywood stars electricity bill

সইফ আলি খান এবং করিনা কাপুর খান (Saif Ali Khan and Kareena Kapoor Khan)- দীপিকার মতোই নবাব সইফেরও বিশ্বের একাধিক জায়গায় বাড়ি রয়েছে। তবে সইফ এবং স্ত্রী করিনা সন্তানদের নিয়ে মুম্বইয়েই থাকেন। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ‘সইফিনা’র বাড়ির ইলেকট্রিক বিলের অঙ্কটা ৩০ লাখ টাকার আশেপাশে ঘোরাফেরা করে।

Saif Ali Khan and Kareena Kapoor Khan, Bollywood stars electricity bill

আমির খান (Aamir Khan)- বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে বেশ সুনাম রয়েছে আমিরের। তবে খরচের দিক থেকে তিনি কিন্তু বেশ হিসেবী। বলিউডের বাকি তারকাদের তুলনায় আমিরের বাড়ির বিদ্যুতের বিলও তাই অনেকটাই কম আসে। জানা গিয়েছে, প্রত্যেক মাসে প্রায় ৯ লাখ টাকা বিল দিতে হয় তাঁকে।

Aamir Khan house, Bollywood stars electricity bill

শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের বিল দেন শাহরুখই। ‘কিং খান’ যে পরিমাণ অর্থ ইলেকট্রিক বিলের পিছনে খরচ করেন তা দিয়ে একটি ফ্ল্যাট কিনে নেওয়া সম্ভব।

Shah Rukh Khan house, Bollywood stars electricity bill

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রত্যেক মাসে শাহরুখের ‘মন্নত’এর ইলেকট্রিসিটি বিলের অঙ্ক ৪৩ লাখ টাকার আশেপাশে ঘোরাফেরা করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥