• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিআরপি বাড়াতে পরকীয়ার কনসেপ্ট! নায়কের একাধিক সম্পর্ক থাকলেই হিট সিরিয়াল

বাঙালি দর্শকদের নিত্যদিনের বিনোদন (entertainment) বলতে যেটা সবার আগে মুখে আসে সেটা হল বাংলা সিরিয়াল (bengali serial)। সন্ধ্যা নামলেই প্রায় প্রতিটা বাঙালির বাড়িতেই চালু হয়ে যায় টিভি। আরে টিভির পর্দায় নানা চ্যানেলে নানা স্বাদের সিরিয়াল চালু হয়ে দর্শকদের মনোরঞ্জনের জন্য। প্রাথমিকভাবে বাড়ির মেয়ে বউ নাই সিরিয়াল দেখতে অভ্যস্ত ছিল। তবে দিনে দিনে সেই চিত্রটা পাল্টেছে অনেকটাই, এখন ছেলেরাও সিরিয়াল দেখতে বেশ পছন্দ করে।

তবে এককালে যে সিরিয়াল বাঙালির বিনোদনের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল আজ সেই বিনোদনের মান নেমে গিয়েছে অনেকটাই। সিরিয়ালের মধ্য দিয়ে কিছু বাস্তব ও কিছু কাল্পনিক কাহিনীকে তুলে ধরার চেষ্টা করা হয় দর্শকদের সামনে। একসময় ‘জননী’, ‘তেরো পার্বণ’ এর মত সিরিয়াল দিয়ে বাংলা সিরিয়ালের পথচলা শুরু হলেও বর্তমানে সেই ধরনের মন ছুয়ে যাওয়ার মত গল্পের সিরিয়ালের সংখ্যা খুবই কম।

   

TRP List মিঠাই খড়কুটো

এর প্রধান কারণ হয়তো টিআরপি (TRP), ভালো কথা বললেই টেলিভিশন রেটিং পয়েন্ট। এই টিআরপি নির্ধারণ করে সিরিয়ালের জনপ্রিয়তা এবং সিরিয়ালের জনপ্রিয়তার উপরেই নির্ভর করে লাভের অংক। একসময় যেখানে হাতে গোনা কয়েকটা সিরিয়াল তৈরি হতো সেখানে বর্তমানে সিরিয়ালের সংখ্যা প্রচুর।

ম্যাজিক মোমেন্টস (majic moments) প্রোডাকশন সংস্থার হাত ধরেই শুরু হয়েছিল সিরিয়ালের পথ চলা। ধীরে ধীরে সিরিয়ালে নায়ক নায়িকার পরকীয়া বেশ জনপ্রিয় হতে শুরু করে। যদিও প্রথম দিকে সমাজের বাস্তব কিছু কাহিনী তুলে ধরতেই এই ধরনের সিরিয়াল হয়েছিল। তবে নায়ক নায়িকার একাধিক সম্পর্ক দেখতে বেশ আগ্রহী হয় পরে দর্শকেরা। এরপর দর্শকদের কাছে সিরিয়ালের জনপ্রিয়তা বাড়তে ধীরে ধীরে সমস্ত সিরিয়ালেই ঢুকে পড়ে পরকীয়া কনসেপ্ট।

TRP,Bengali Serial,বাংলা সিরিয়াল,টিআরপি,পরকীয়া,affairs

আজকাল প্রায় সকল সিরিয়ালেই হয় নায়ক নয়তো নায়িকার একাধিক সম্পর্ক দেখানো হচ্ছে । এতে ফল মিলছে হাতেনাতে।তাই সিরিয়ালের ভালো গল্পের চাহিদা কমে যাচ্ছে দিনে দিনে। দর্শকরা যে সমস্ত সিরিয়ালের একাধিক সম্পর্ক রয়েছে নায়ক-নায়িকার সেই ধরনের সিরিয়াল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় টিআরপি হারাচ্ছে ভিন্ন স্বাদের গল্পের সিরিয়াল গুলি।

গোয়েন্দা গিন্নি পান্ডব গোয়েন্দা সুবর্ণলতা প্রথমা কাদম্বিনী এই ধরনের সিরিয়াল গুলি বাকি পরকীয়ার কাহিনী দেখানো সিরিয়াল গুলি তুলনায় জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়ছে অনেকটাই। কিন্তু আদৌ কি এতে সমাজের কোনো ভালো হচ্ছে নাকি পরকীয়া ছাড়া সম্ভব নয় ভাল টিআরপি আনা! ভালো গল্পে দিয়ে কি ভালো টিআরপি আনা সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনে জানতে পারা যাবে।