• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

SBI গ্রাহকদের জন্য সুখবর! সাধারণ মানুষের স্বার্থে দারুন পরিষেবা চালু করল এসবিআই

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কিং ক্ষেত্রে এসবিআই অনেক সুবিধা দিয়ে থাকে নিজের গ্রাহকদের। এবার গ্রাহকদের সুবিধার্থে একটি বৃহত্তর কনট্যাক্টলেস পেমেন্ট (Contactless payment) ব্যবস্থার ঘোষণা করল এসবিআই। নতুন এই পদ্ধতিতে টাকা তোলার জন্য সঙ্গে রাখতে হবে না মাস্টারকার্ড (Mastercard) । গ্রাহকরা ‘যোগাযোগহীন পেমেন্টে’র মাধ্যমে ‘ট্যাপ-অ্যান্ড-গো’ পদ্ধতি ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

ভারতের সর্বপ্রথম মাস্টারকার্ড টোকেন পরিষেবা চালু করল এসবিআই কার্ড অ্যাপ্লিকেশন। যদি আপনি এসবিআই গ্রাহক হন সাথে আপনার কাছে মাস্টার কার্ড ও এসবিআই কার্ড অ্যাপ্লিকেশন থাকে তাহলেই কেল্লা ফতে। টাকা তোলার জন্য ওই অ্যাপ্লিকেশনটিই যথেষ্ট। এদিন এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড (SBI Cards and Payment Services Limited) জানিয়েছে কোনোরকম স্পর্শ ছাড়াই টাকা তোলা যাবে এই পদ্ধতিতে।

   

তবে সর্বাধিক ২০০০ টাকা পর্যন্ত টাকা লেনদেন করতে পারবেন এই নতুন পদ্ধতিতে। যদি আপনি এসবিআই কার্ডে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে করেনিন। তাহলে কার্ড পাঞ্চ না করেই টাকার লেনদেন করতে পারবেন। এসবিআই কার্ড NFC (Near Field Communication) পদ্ধতির সাহায্যে ওয়্যারলেস ভাবে লেনদেন করতে পারবে। এই পদ্ধতির সুবিধা হল আপনার কার্ডের নম্বর সিভিভি (CVV) কেউ দেখতে পাবে না। যার ফলে এই পদ্ধতিতে লেনদেন অপেক্ষাকৃত ভাবে বেশি সুরক্ষিত।