• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাতকাপড় দিতে গিয়ে বউয়ের পা ছুঁয়ে প্রণাম! সৌরভকে সেরা স্বামীর উপাধি দিল নেটপাড়া

Published on:

Saurav Das touches wife Darshana Banik’s feet at Bhaatkapor ceremony

সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। ১৫ ডিসেম্বর ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। শহর কলকাতার এক নামী পাঁচ তারা হোটেলের ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর। টলিপাড়ার (Tollywood) একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। কাছের মানুষ, প্রিয়জনদের সাক্ষী রেখে জীবনের এই নতুন ইনিংস শুরু করলেন দু’জনে।

রাজকীয় বিয়ের পর শনিবার স্বামী সৌরভের সঙ্গে শ্বশুরবাড়ি যান দর্শনা। ভিন্টেজ রোলস রয়েসে করে নতুন বউকে বাড়ি নিয়ে যান অভিনেতা। সেই গাড়ির সঙ্গে ফটোশ্যুটও করেন নবদম্পতি। সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে সেই ছবি। এসবের মাঝেই নেটপাড়ায় ঝড় তুললো সৌরভ-দর্শনার ভাতকাপড় অনুষ্ঠানের (Bhaatkapor Ceremony) ভিডিও।

Saurav Das and Darshana Banik wedding

রবিবার দর্শনার ভাতকাপড় অনুষ্ঠান পালিত হয়েছে। সৌরভের বাড়িতে সম্পন্ন হয়েছে সেই অনুষ্ঠান। ভাতকাপড়ের জন্য নতুন বউ সেজে উঠেছিলেন লাল রঙের শাড়িতে। হাতে শাঁখা-পলা, সিঁথিতে চওড়া করে সিঁদুর। সঙ্গে মানানসই সোনার গয়না। সব মিলিয়ে অনবদ্য দেখাচ্ছিল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ বিয়ের পর হাজতবাস হবে প্রিয়াঙ্কার, শতদ্রুর হাত ধরে সংসার ছাড়বে শিমুল! ফাঁস তোলপাড় করা টুইস্ট

অপরদিকে সৌরভের পরনে ছিল সাদা রঙের ধুতি-পাঞ্জাবি। নবদম্পতির সঙ্গে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরা। ভাতকাপড়ের নিয়ম সম্বন্ধে তাঁরাই বলে দিচ্ছিলেন সৌরভকে। তবে এই অনুষ্ঠান শেষেই সৌরভ এমন একটি কাজ করেন যা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।

Saurav Das and Darshana Banik reception

নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, দর্শনার হাতে ভাতকাপড়ের থালা তুলে দেওয়ার পর স্বামী সৌরভের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। সঙ্গে সঙ্গে স্ত্রীকে সম্মান জানাতে সৌরভও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অভিনেতার এহেন আচরণ দেখে প্রথম যেন কিছুটা চমকে ওঠেন উপস্থিত সকলে। কিন্তু সেই চমকের মধ্যেও ছিল আনন্দের রেশ।

আরও পড়ুনঃ কাজ করেও টাকা পাইনি…, ‘দাদাগিরি’তে বোমা ফাটালেন সাবিত্রী চট্টোপাধ্যায়


সৌরভ পা ছুঁয়ে প্রণাম করতেই লজ্জায় লাল হয়ে ওঠেন দর্শনা। এরপর লাজে রাঙা বউকে বুকে টেনে নেন অভিনেতা। পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে পথচলা শুরু করেন মিস্টার অ্যান্ড মিসেস দাস। সারাজীবন তাঁদের এই ভালোবাসা অটুট থাকুক এই কামনাই করছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥