• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ করেও টাকা পাইনি…, ‘দাদাগিরি’তে বোমা ফাটালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

সম্প্রতি ‘দাদাগিরি’র (Dadagiri 10) মঞ্চে উপস্থিত হয়েছিল টিম ‘প্রধান’। দেব, সৌমিতৃষা কুণ্ডু, সোহম চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল বর্ষীয়ান তারকা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কেও (Sabitri Chatterjee)। উপস্থিত ছিলেন মমতা শঙ্কর এবং অম্বরীশ ভট্টাচার্যও। সেখানেই খেলার মাঝে নিজের জীবনের নানান অজানা কথা ভাগ করে নেন সাবিত্রীদেবী।

কেন বিয়ে করেননি থেকে শুরু করে কাজ করে টাকা না পাওয়া- একাধিক বিষয়ে কথা বলেন বর্ষীয়ান অভিনেত্রী। এদিন সাবিত্রীদেবী বলেন, তাঁরা ১০ বোন। তিনি সবার ছোট। কেরিয়ারের শুরুটা থিয়েটার দিয়ে করেছিলেন সাবিত্রীদেবী। পরবর্তীকালে সিনেদুনিয়ায় (Tollywood) পা রাখেন তিনি। এরপর সকলের সঙ্গে একটি অজানা কথা ভাগ করে নেন টলিপাড়ার এই বর্ষীয়ান তারকা।

   

Sabitri Chatterjee in Dadagiri 10

সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, একটি সিনেমায় কাজ করালেও তাঁকে পারিশ্রমিক দেননি বিকাশ রায় (Bikash Roy)। অভিনেত্রীর কথা শুনে অবাক হয়ে যান উপস্থিত প্রত্যেকে। তখন তিনি ব্যাখ্যা করে বলেন, ‘টাকা না পেলেও, আমি পরিচিতি পেয়েছিলাম। ওটুকুই’।

আরও পড়ুনঃ ‘তোমার মতো নিষ্ঠা…’! ‘প্রধান’র সাফল্যের জন্য বড়মার দরবারে পুজো দিলেন সৌমিতৃষা, প্রশংসা নেটিজেনদের

কথার ফাঁকে সারাজীবন সিঙ্গল থেকে যাওয়ার কারণটাও ফাঁস করেন সাবিত্রীদেবী। তিনি বলেন, বাবা বিয়ে দিয়ে যাননি বলে আর বিয়ে করা হয়ে ওঠেনি তাঁর। পাশাপাশি এও জানান, তাঁর জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ এসেছিল। কিন্তু কোনও কারণবশত সেই সম্বন্ধ ছাদনাতলা অবধি এগোয়নি।

Paran Bandyopadhyay and Sabitri Chatterjee

এরপর কিছুটা আফসোসের সুরে সাবিত্রী দেবী এও বলেন, তাঁর যে পুরুষকেই ভালোলাগতো, কিছুদিন পর জানতে পারতেন তিনি বিবাহিত। সেই জন্য আর বিয়ে করা হয়ে ওঠেনি অভিনেত্রীর। যে কারণে সারাজীবন সিঙ্গেল থেকে যান নায়িকা। এখনও একাকী দিনযাপন করছেন তিনি।

আরও পড়ুনঃ ‘স্বামী’ বলে মানেন মনে-প্রাণে! উত্তম কুমার নয়, সাবিত্রী চ্যাটার্জীর আসল স্বামী কে জানেন?

প্রসঙ্গত, বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘প্রধান’। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তীর মতো তারকাদের। আসন্ন এই ছবিটির পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক অভিজিৎ সেন।