• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শনাকে বিয়ের এক সপ্তাহ গড়াতেই ‘সুখবর’! সৌরভকে শুভেচ্ছায় ভরিয়ে দিল ভক্তরা

Updated on:

Saurav Das started shooting of his new film after marriage

১৫ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। পরিবার-পরিজন এবং ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে জীবনের এই নতুন ইনিংস শুরু করেন তাঁরা। টলিউডের পাশাপাশি খেলা, রাজনীতির দুনিয়ার একাধিক তাবড় তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।

বিয়ের দিন লাল রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন দর্শনা। অপরদিকে সৌরভ পরেছিলেন সাদা রঙের ধুতি-পাঞ্জাবি। দেখতে দেখতে প্রায় দু’সপ্তাহ হতে চললো টলিপাড়ার (Tollywood) এই তারকাজুটি সাত পাকে বাঁধা পড়েছেন। এখনও অবশ্য সোশ্যাল মিডিয়া খুললে তাঁদের বিয়ে নিয়ে চর্চা চোখে পড়ছে। এসবের মাঝেই এবার শোনা গেল সুখবর।

Saurav Das and Darshana Banik wedding, সৌরভ দাস দর্শনা বণিকের বিয়ে

বছর খানেক ধরে সৌরভ-দর্শনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তা নিয়ে দু’জনের কেউ কোনও মন্তব্য করেননি। বিয়ের আগে অবধি নিজেদের সম্পর্ককে পর্দার আড়ালেই রেখেছিলেন দুই তারকা। একেবারে গাঁটছড়া বেঁধে সম্পর্কে শিলমোহর দেন তাঁরা। এবার বিয়ে মিটতে না মিটতেই ফের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সৌরভ।

আরও পড়ুনঃ তোমার চেয়ে বেশি ভালোবাসে পর্ণা, মায়ের মুখের ওপর জানাল ‘বাবুউউ’, টিভির আগেই ফাঁস দমদার পর্ব

সম্প্রতি অভিনেতার নতুন কাজের সুখবর শোনা যায়। মোজোটেল এন্টারটেইনমেন্টের আগামী সিনেমা ‘নানা হে’র মাধ্যমে নতুনরূপে বড়পর্দায় হাজির হচ্ছেন সৌরভ। আসন্ন এই ছবির প্রযোজক সুমনা কাঞ্জিলাল বলেন, এই সিনেমা তাঁর কাছে লোককথার দলিল।

Saurav Das and Darshana Banik reception, সৌরভ দাস দর্শনা বণিক

সৌরভ ছাড়াও ‘নানা হে’তে টলিউডের আরও একাধিক জনপ্রিয় শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে। খরাজ মুখোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, শ্রীতমা দে, কাঞ্চনা মৈত্র, প্রহ্লাদ সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সৌরভ শ্যুটিং স্পটে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল, আচমকাই ‘জগদ্ধাত্রী’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা!

সৌরভের পাশাপাশি দর্শনার হাতেও একাধিক কাজ রয়েছে। নববধূ এখন ফটোশ্যুটের কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন বলে শোনা যাচ্ছে। শীঘ্রই শুরু হবে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানীঃ ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’র শ্যুটিং। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমায় গুরুত্বপূর্ণ রোলে দেখা যাবে দর্শনাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥